#বেঙ্গালুরু: কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে একেবারেই খুশি নন কুমারস্বামী ৷ জোট সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো বিষপান করার মতই ৷ দলের সভামঞ্চে এমন একটি মন্তব্য করেই কান্নায় ভেঙে পড়েন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ৷ এহেন মন্তব্যের পরই তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতি ৷ কর্ণাটকে কি তবে কর্ণাটক-জেডিএস জোটের আয়ু বেশিদিন নেই ? কুমারস্বামীর মন্তব্যের পর এমন একটি প্রশ্ন উঠছেই ৷ যদিও কুমারস্বামীর এহেন আবেগপ্রবণ মন্তব্যকে স্রেফ ‘নাটক’ বলে তুড়ি মেরে উড়িয়ে দিল বিজেপি ৷ বিজেপির দাবি, কুমারস্বামী এহেন নাটক করে ‘সাধারণ মানুষকে বোকা’ বানানোর চেষ্টা করছে ৷
কুমারস্বামীর মন্তব্যের পরই টুইট করে বিজেপি ৷ টুইটে বিজেপির মন্তব্য, কুমারস্বামী একজন ‘কিংবদন্তি অভিনেতা’ আর তিনি এই নাটক করেই ‘সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷’ তাকে এই নাটকের জন্য একটি সেরা অভিনেতার শিরোপা দেওয়া হোক ৷ বিজেপির দাবি, রাজ্যের মানুষকে নিজেদের কব্জায় রাখতেই এমন একটি ‘নাটক’ করলেন কুমারস্বামী ৷
একইসঙ্গে কুমারস্বামীর গোটা বক্তব্যটি ভিডিও ক্লিপের মাধ্যমে টুইট করে বিজেপি ৷ সেই ভিডিও-র ক্যাপশনে বিজেপি জানায়,
& the best acting award goes to..
Our country has produced talented actors. Actors who have mesmerised the audience with their brilliant performance, here we have another legendary actor Mr Kumaraswamy, an actor who has constantly fooled common man with his amazing acting skills pic.twitter.com/SNfi9LsAS6 — BJP Karnataka (@BJP4Karnataka) July 15, 2018
কুমারস্বামীর এই মন্তব্যের পরই কংগ্রেস-জেডিএস জোটের ভাঙনের জল্পনাও জোরাল হতে শুরু করে ৷ শেষমেষ উপায় না পেয়ে ময়দানে নামে জেডিএস এবং কংগ্রেসের নেতারা ৷ জেডিএস দলের মহাসচিব এবং মুখপাত্র দানিশ আলির মন্তব্য,
তবে, কুমারস্বামীর এহেন মন্তব্যের পর কংগ্রেস-জেডিএস জোটের অন্দরে যে ক্ষোভের জন্ম নিয়েছে সেই বিষয়টিও স্পষ্ট ৷ কারণ কুমারস্বামীর মন্তব্যের বিরোধিতা করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা জি পরমেশ্বরা ৷ তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জোট সরকারের বিষপান করছেন কুমারস্বামী ! এমন একটি কথা কীভাবে বলতে পারেন তিনি ? রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত সবসময় খুশি থাকার ৷ তাহলেই তো সাধারণ মানুষ খুশিতে থাকবে ৷’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যেতে চাই! কংগ্রেস-জেডিএস জোট সরকার নিয়ে বিস্ফোরক কুমারস্বামী
গতকাল দলের একটি বিশেষ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন কুমারস্বামী ৷ তিনি বলেন,
এমন মন্তব্য করেই কান্নায় ভেঙে পড়েন কুমারস্বামী ৷ আর তারপরেই দর্শকাসন আসন থেকে ভেসে আসে একটিই শব্দ, ‘আমরা রয়েছি আপনার সঙ্গে ৷’ তবে, বিজেপির দাবিই কি সত্যিই ? রাজ্যের মানুষকে নিজের পাশে রাখতেই কি নয়া কৌশল নিলেন কুমারস্বামী ? গোটা ঘটনাটির পর এমন বেশ কিছু প্রশ্ন কিন্তু উঠছেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, H D Kumaraswamy, JD(S), Karnataka