মৃত্যুদণ্ড না রেহাই? কুলভূষণ মামলায় আজ রায় দেবে আন্তর্জাতিক আদালত

Last Updated:

কুলভূষণ যাদব মামলায় বৃহস্পতিবার দুপুর ৩টে নাগায় রায় দেবে আন্তর্জাতিক আদালত ৷ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়দানের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷

#নয়াদিল্লি: কুলভূষণ যাদব মামলায় বৃহস্পতিবার দুপুর ৩টে নাগায় রায় দেবে আন্তর্জাতিক আদালত ৷  ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়দানের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷
নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদবের ফাঁসি নিয়ে মুখোমুখি সওয়াল-জবাব করে ভারত ও পাকিস্তান। পাক আদালত কুলভূষণ যাদবকে ফাঁসি দিলেও, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।
কুলভূষণ যাদবের প্রাণরক্ষায় আইনি যুদ্ধ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। কিভাবে ফাঁসানো হয়েছে কুলভূষণকে? কিভাবে প্রাক্তন এই সেনাকর্মীকে নিয়ে একের পর এক মিথ্যে বলছে পাকিস্তান? আন্তর্জাতিক আদালতে তুলে ধরলেন ভারতের প্রতিনিধি আইনজীবী হরিশ সালভে।
advertisement
advertisement
৩দিন আগে শেষ হয়েছে এই মামলার শুনানি। আন্তর্জাতিক আদালতে একের পর এক ইস্যু, পাক দ্বিচারিতা, আইন লঙ্ঘনের প্রমাণ চোখে আঙুল দিয়ে দেথালেন সালভে।
ভারতের সওয়াল
-কুলভূষণকে ইরান থেকে অপহরণ করা হয়। সেই নথি জমা দিয়েছে ভারত।  পাকিস্তানের মাটিতে গ্রেফতার নিয়ে মিথ্যে বলছে পাকিস্তান
-কুলভূষণেক বিরুদ্ধে কি অভিযোগ তা এতদিনেও স্পষ্ট নয়।  
advertisement
- ভিয়েনা কনভেনশনে ক্যাঙারু কোর্টে বিচারের কোনও জায়গা নেই।  কীভাবে সামরিক আদালতের রায়েই কুলভূষণকে ফাঁসি দেওয়া সম্ভব? মানবাধিকার ও আন্তর্জাতিক সনদকে অস্বীকার করেই জোর ফলাচ্ছে পাকিস্তান
- কুলভূষণকে আটকের তথ্য ভারতকে দেওয়া হয়নি
-কুলভূষণের বিচারের রায় এমনকি চার্জশিটও ভারতকে দেয়নি পাক সরকার
-এসবই ভিয়েনা কনভেনশনকে বুড়ো আঙুল দেখানো। কুলভূষণের ফাঁসি হলে কনভেনশনের  ৩৬ নম্বর ধারা  লঙ্ঘিত হবে। প্রশ্ন উঠবে ভিয়েনা কনভেনশন নিয়েও
advertisement
পাল্টা সওয়ালে কুলভূষণকে জঙ্গি প্রমাণের চেষ্টা পাকিস্তানের।
পাক সওয়াল
-ভারতের আবেদনে প্রচুর ফাঁক রয়েছে
-যাদবের পাসপোর্টে কেন মুসলিম নাম ছিল? এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ ভারত
-ইরান থেকে যাদবকে অপহরণ করা হয়নি।  বালুচিস্থান থেকে গ্রেফতার করা হয়
-যাদব পাকিস্তানে সন্ত্রাস করতে এসেছিল। নিজেই তা স্বীকার করে।  তাই ভিয়েনা কনভেনশনের ৩৬ নম্বর ধারা প্রযোজ্য নয়
advertisement
-যাদবের স্বীকারোক্তির প্রমাণপ্রমাণ ভারতকে দেওয়া হয়েছে
-পাকিস্তানে সন্ত্রাস চালাতে এসেছিল কূলভূষণ যাদব। ওর কনসুলার অ্যাকসেস পাওয়ার যোগ্যতা নেই
সওয়াল-জবাব শেষে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত, বৃহস্পতিবার অথার্ৎ আজ কুলভূষণ নিয়ে রায় বেরোবে। ৭ দেশের ১৩ বিচারপতিকে নিয়ে তৈরি বেঞ্চের এই রায়  দেওয়ার কথা।
বাংলা খবর/ খবর/দেশ/
মৃত্যুদণ্ড না রেহাই? কুলভূষণ মামলায় আজ রায় দেবে আন্তর্জাতিক আদালত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement