• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘কঠোর পরিশ্রমই সাফল্যের রহস্য’, রেকর্ড ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা কলকাতার দেবাঙ্গ

‘কঠোর পরিশ্রমই সাফল্যের রহস্য’, রেকর্ড ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা কলকাতার দেবাঙ্গ

দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ আগরওয়াল

দেশের মধ্যে সেরা কলকাতার দেবাঙ্গ আগরওয়াল

 • Share this:

  #কলকাতা: ৪০০-এ ৪০০ ৷ ISC-এর দ্বাদশ শ্রেণিতে রেকর্ড ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা কলকাতার ছেলে দেবাঙ্গ আগরওয়াল ৷ লা মার্টিনিয়ার বয়েজ স্কুলের এই প্রতিভাবান ছাত্রের সাফল্যের পিছনে রয়েছে অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম ৷ প্রথমবার ISC-তে ১০০ শতাংশ নম্বর পেয়ে নজির গড়েছেন কলকাতার এই পড়ুয়া ৷ যদিও তাঁর এই রেকর্ডের ভাগীদার হিসেবে এবারে ISC-এর দ্বাদশ শ্রেণিতে যুগ্মভাবে প্রথম হয়েছে বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন ৷

  ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাওয়া এই কৃতি নিজেও আশা করেননি যে শেষ অবধি রেকর্ড মাকর্স পেয়ে দেশের সেরা হবে সে ৷ কিন্তু প্রত্যেক পরীক্ষা দেওয়ার পর নিজের পারফর্মমেন্সে খুশি ছিল দেবাঙ্গ ৷ কথায় কথায় ফার্স্ট বয় জানায় অঙ্ক ও কম্পিউটার সায়েন্স তাঁর প্রিয় বিষয় ৷ যে মন্ত্র অনুসরণ করে এসেছে সাফল্য, আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য দেবাঙ্গ দিলেন সেই টিপস, ‘নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাও ৷ কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই ৷’

  First published: