Reverse Waterfall: অবাক জলপ্রপাত! পাহাড় থেকে নীচে না নেমে উপরে যাচ্ছে জল, রয়েছে এই দেশেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Reverse Wtaerfalls: জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে। কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনই আজব এক জলপ্রপাত হল নানেঘাট জলপ্রপাত।
কলকাতা: ভারতের নানা প্রান্তের নানা প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়, নদী, সাগর, মরুভূমি রয়েছে সবকিছুই। যা উপভোগ করতে শুধু দেশের মানুষই নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা পারি দেন এই উপমহাদেশে। তবে মাঝে মাঝে এমন কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে যা সকলকে অবাক করে। তেমনই একটি প্রাকৃতিক আশ্চর্য হল নানেঘাট জলপ্রপাত। জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে। কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনই আজব এক জলপ্রপাত হল নানেঘাট জলপ্রপাত।

নানেঘাট জলপ্রপাতটি মহারাষ্ট্রের নাকোঙ্কন সৈকত ও জুন্নার নগরের মধ্যে অবস্থিত। পুনে থেকে মাত্র ১২৯ কিলোমিটারের পথ নানেঘাট। আর আপনি যদি মুম্বই থেকে নানেঘাট জলপ্রপাত যান, তবে এই জলপ্রপাতটি প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এই নানেঘাট। কল্যাণ থেকে শুরু হয় নানেঘাটের ট্রেকিং। ঘন জঙ্গলের মধ্য দিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাতে হয় নানেঘাটে। সময় লাগে ৫-৬ ঘণ্টা। নানেঘাট জলপ্রপাতকে অনেকেই বিপরীত বা রিভার্স জলপ্রপাতও বলে থাকে। এই জলপ্রপাতে জল তার উচ্চতা থেকে পড়ার পরেও উপরের দিকেই ফিরে যায়। যা প্রকৃতির এক অবাক বিস্ময়।
advertisement
advertisement

আরও পড়ুনঃ Do Snakes Take Revenge: সাপের প্রতিশোধ! সঙ্গীকে হত্যা করলে বদলা নেয় সাপ! সত্যি জানলে চমকে যাবেন
কিন্তু কেন নানেঘাট জলপ্রপাতের জল নীচে না গিয়ে উপরের দিকে উঠে যায় তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই জায়গায় বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় যার কারণে জল বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচের থেকে নেমে আসা জল আবার উপরের দিকে উঠে যায়। বর্ষার সময় এই দৃশ্য আরও বেশি পরিমাণে বোঝা যায়। তাই বর্ষার পর্যটকদের ভিড়ও বাড়ে। তবে বর্তমানে সারা বছরই এখানে রিভার্স ওয়াটারফল দেখতে ভিড় জমান পর্যটকরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2023 4:22 PM IST