Reverse Waterfall: অবাক জলপ্রপাত! পাহাড় থেকে নীচে না নেমে উপরে যাচ্ছে জল, রয়েছে এই দেশেই

Last Updated:

Reverse Wtaerfalls: জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে। কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনই আজব এক জলপ্রপাত হল নানেঘাট জলপ্রপাত।

কলকাতা: ভারতের নানা প্রান্তের নানা প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়, নদী, সাগর, মরুভূমি রয়েছে সবকিছুই। যা উপভোগ করতে শুধু দেশের মানুষই নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা পারি দেন এই উপমহাদেশে। তবে মাঝে মাঝে এমন কিছু প্রাকৃতিক বিষয় রয়েছে যা সকলকে অবাক করে। তেমনই একটি প্রাকৃতিক আশ্চর্য হল নানেঘাট জলপ্রপাত। জলপ্রপাত বলতেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের বুক চিরে বিপুল জলরাশি আছড়ে পড়ছে। কিন্তু কখনও শুনেছেন জলপ্রপাতের জল নীচে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তেমনই আজব এক জলপ্রপাত হল নানেঘাট জলপ্রপাত।
নানেঘাট জলপ্রপাতটি মহারাষ্ট্রের নাকোঙ্কন সৈকত ও জুন্নার নগরের মধ্যে অবস্থিত। পুনে থেকে মাত্র ১২৯ কিলোমিটারের পথ নানেঘাট। আর আপনি যদি মুম্বই থেকে নানেঘাট জলপ্রপাত যান, তবে এই জলপ্রপাতটি প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। মহারাষ্ট্রের অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এই নানেঘাট। কল্যাণ থেকে শুরু হয় নানেঘাটের ট্রেকিং। ঘন জঙ্গলের মধ্য দিয়ে, বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাতে হয় নানেঘাটে। সময় লাগে ৫-৬ ঘণ্টা। নানেঘাট জলপ্রপাতকে অনেকেই বিপরীত বা রিভার্স জলপ্রপাতও বলে থাকে। এই জলপ্রপাতে জল তার উচ্চতা থেকে পড়ার পরেও উপরের দিকেই ফিরে যায়। যা প্রকৃতির এক অবাক বিস্ময়।
advertisement
advertisement
কিন্তু কেন নানেঘাট জলপ্রপাতের জল নীচে না গিয়ে উপরের দিকে উঠে যায় তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের মধ্যে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বিজ্ঞানীদের মতে, এই জায়গায় বাতাস খুব দ্রুত প্রবাহিত হয় যার কারণে জল বিপরীত দিকে প্রবাহিত হয়। প্রবল বাতাসের কারণে জলপ্রপাত নিচের থেকে নেমে আসা জল আবার উপরের দিকে উঠে যায়। বর্ষার সময় এই দৃশ্য আরও বেশি পরিমাণে বোঝা যায়। তাই বর্ষার পর্যটকদের ভিড়ও বাড়ে। তবে বর্তমানে সারা বছরই এখানে রিভার্স ওয়াটারফল দেখতে ভিড় জমান পর্যটকরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Reverse Waterfall: অবাক জলপ্রপাত! পাহাড় থেকে নীচে না নেমে উপরে যাচ্ছে জল, রয়েছে এই দেশেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement