#নয়াদিল্লি: করোনা ভাইরাসে সংক্রমণের জেরে সারা দেশে লকডাউন চলছে ৷ লকডাউনের আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ ৷ ফলে সাধারণ মানুষ আটকে রয়েছেন আলাদা আলাদা জায়গায় ৷ নিজের ইচ্ছার ওপর আর কিছুই নেই ৷ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের এবার দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে ভারত সরকার৷ ,সেই কার্যক্রমের নাম বন্দে ভারত মিশন ৷ লক ডাউনের তৃতীয় পর্বে রয়েছে দেশ ৷ সেই অবস্থায় দেশে ফিরতে আগ্রহীরা সরকারের পাঠানো বিমানে দেশে ফিরছেন৷ জেনে নিন রবিবার কোন কোন ফ্লাইট ঠিক কোথা থেকে কোথায় আসছে ৷
বন্দে ভারত মিশন
. Singapore to Mumbai.Arrival at Mumbai: 1230 hrs
. Riyadh to DelhiArrival at Delhi: 2000 hrs
. Kuwait to ChennaiArrival at Chennai: 2135 hrs
. Kaula Lampur to CochinArrival at Cochin: 2215 hrs
. Doha to TrivandrumArrival at Trivandrum: 2245 hrs
. London to DelhiArrival at Delhi: 2250 hrs
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Flight, Lockdown, Vande Bharat Mission