ভাইকে রাখি বাঁধবেন, জেনে নিন পঞ্জিকা মতে সেরা সময়
Last Updated:
#কলকাতা : এবার রবিবার রাখি ৷ ফলে ছোটাছুটি -হুড়োহুড়ি করে আর রাখি বাঁধতে দৌড়তে হবে না ৷ ভাই হোক বা দাদা তাদের যেমন ছুটি থাকবে তেমনি বোনদের ছুটিরই দিন ৷
তাই আগে থেকেই সময় ঠিক করে রেখেছেন নিশ্চয় কখন বাঁধবেন রাখি ৷ একই বাড়িতে থাকলে তো কোনও অসুবিধা নেই ৷ তবে ভাই-বোন যদি আলাদা জায়গায় থাকেন তাহলে একটা নিজের পছন্দ মতো টাইম ফিক্স করছেন ৷
কিন্তু একবার পঞ্জিকা অনুযায়ি রাখি বাধার সঠিক সময়টা দেখে নিয়েছেন কি ৷ হিন্দু ক্যালেন্ডার অনুযায়ি রবিবার পূর্ণিমায় রাখি হচ্ছে ৷ এটা ভারতে শুধু হিন্দুরাই নন জৈনরাও পালন করেন ৷ আর ভারতের বাইরে মরিশাস -নেপালেও পালন করা হয় ৷
advertisement
advertisement
দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ি এবার রাখি পূর্নিমা রয়েছে সকাল ৬.১৭ থেকে বিকেল ৫.২৫ অবধি ৷ তবে রাখি বাধার সেরা সময় দুপুর ১.৩৭ থেকে বিকেল ৪.০৩ অবধি ৷ ২ ঘন্টা ২৬ মিনিটের এই সময়টাই ভাইয়ের হাতে রাখি বাধার আদর্শ সময় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2018 9:53 AM IST