Viral: বাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা! তারপরেই... মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
বাসটি হাসপাতালের মূল ফটকে পৌঁছনোমাত্রই নেমে পড়েন বাকি যাত্রীরা। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে কাজ শুরু করে দেন স্বাস্থ্যকর্মীরা। অনলাইনে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ত্রিশূর: বাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন ৩৭ বছর বয়সী এক মহিলা। কেরলের মলপ্পুরমের বাসিন্দা ওই মহিলা বাসে চেপে ত্রিশূর থেকে কোঝিকোড়ের থোট্টিপালাম যাচ্ছিলেন।
কেএসআরটিসি-র বাসটি যখন ত্রিশূরের পেরামঙ্গলম পেরিয়েছে, তখন আচমকাই প্রসববেদনা শুরু হয় ওই মহিলার। সঙ্গে সঙ্গে পথ বদলে ফেলে ত্রিশূরের অমলা হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে শুরু করে বাসটি। যতক্ষণে বাসটি হাসপাতালে পৌঁছয়, ততক্ষণে ওই মহিলা তীব্র প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করে দিয়েছেন। বোঝা যায়, তাঁর প্রসবের সময় আসন্ন।
বাসটি হাসপাতালের মূল ফটকে পৌঁছনোমাত্রই নেমে পড়েন বাকি যাত্রীরা। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে কাজ শুরু করে দেন স্বাস্থ্যকর্মীরা। অনলাইনে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ওই প্রসূতিকে প্রসব করানোর জন্য তৎপরতা ধরা পড়েছে। যদিও আগে থেকেই হাসপাতালে পুরো ঘটনা জানানো হয়েছিল। এর ফলে আগে থেকে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছিল।
advertisement
advertisement
ফলে চিকিৎসক এবং নার্সরা কোনও সময় নষ্ট না করে প্রয়োজনীয় কাজকর্ম শুরু করে দেন বাসের ভিতরেই। ব্যান্ডেজ থেকে ব্ল্যাঙ্কেট-সহ সমস্ত প্রয়োজনীয় সামগ্রী বাসে আনা হয়েছিল। অর্থাৎ প্রসবের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছিল। এরপর সফল ভাবে প্রসব করানোর পরে ওই প্রসূতি এবং নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শুরু হয় মা এবং শিশুসন্তানের চিকিৎসা।
advertisement
কেএসআরটিসি-র কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অমলা হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে যে, কেএসআরটিসি কর্মী বুঝতে পেরেছিলেন যে, ওই মহিলার প্রসববেদনা উঠছে। ফলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ বাস হাসপাতালে পৌঁছয়। তবে তার মধ্যেই প্রায় প্রসব হয়েই গিয়েছিল। এরপর চিকিৎসক এবং নার্সরা মিলে গোটা প্রসব প্রক্রিয়া সম্পন্ন করেন। সকলের মিলিত উদ্যোগে নয় মাসের গর্ভবতী ওই মহিলা সফল ভাবে এক সুস্থ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 31, 2024 9:43 PM IST

