লাভ জিহাদের তত্ত্ব খারিজ, হাদিয়ার বিয়েকেই সমর্থন সুপ্রিম কোর্টের

Last Updated:
#নয়াদিল্লি: হাদিয়ার ইচ্ছেকেই সমর্থন জানাল সুপ্রিম কোর্ট৷ প্রেমেরই জয় হল অবশেষে৷ কেরলের লাভ জিহাদের ঘটনায় হাইকোর্টের রায় খারিজ করে হাদিয়ার বিয়ে বৈধ বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাদিয়ার বিয়ে একেবারেই বৈধ৷ সে তার নিজের স্বপ্নপূরণ করতেই পারে৷ একইসঙ্গে হাদিয়া যতদূর চায় পড়াশুনা করবে৷ পাশাপাশি সে এখন প্রাপ্তবয়স্ক৷ তাই হাদিয়া যার সঙ্গে চাইবে তার সঙ্গে থাকতেই পারে৷
পাশাপাশি সুপ্রিম কোর্ট এও জানিয়েছে, হাদিয়া কার সঙ্গে থাকবে এবং কার সঙ্গে কোথায় যাবে সেই বিষয়ে তাঁকে একেবারেই জোর করা যাবে না৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও একবার জানিয়ে দিয়েছে, সৈফন এবং হাদিয়া ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে৷ স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করেছে৷ তাই তাদের বিয়ে নিয়ে তদন্ত করা একেবারেই উচিত নয়৷
advertisement
advertisement
গত বছর হাদিয়ার বিয়েকে লাভ জিহাদ বলে ঘোষণা করে কেরল হাইকোর্ট৷ অর্থাৎ ভারতের কোনও হিন্দু মেয়ে ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে বিয়ে করার ঘটনা৷ কিন্তু হাদিয়া বারবার বলে যে সে ভালোবেসেই বিয়ে করেছে সৈফনকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে৷ কিন্তু এরপরও কেরল হাইকোর্ট হাদিয়ার দাবি মানেনি৷ এরপরই কেরল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় হাদিয়া৷ সে নিজে গিয়ে জবানবন্দিও দেয়৷ অবশেষে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ হাদিয়ার পক্ষেই রায় দিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লাভ জিহাদের তত্ত্ব খারিজ, হাদিয়ার বিয়েকেই সমর্থন সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement