Kerala High Court: ‘বিবাহিত মহিলাদের নিজেদের ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে’, আদালতের এহেন রায়ে কোর্টে আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেললেন ৫০ বছর বয়সী মহিলা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কেরল হাইকোর্ট বলেছে যে, একজন ৫০ বছর বয়সী মহিলাও এবার সারোগেসির বিকল্প বেছে নিতে পারবেন।
তিরুঅনন্তপুরম: বিবাহিত মহিলাদের পক্ষে এক গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। সম্প্রতি কেরল হাইকোর্ট বলেছে যে, একজন ৫০ বছর বয়সী মহিলাও এবার সারোগেসির বিকল্প বেছে নিতে পারবেন। হাইকোর্টের দাবি, ২০২১ সালের সারোগেসি (রেগুলেশন) আইনের আওতায় এই অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত নস্যাৎ করে দিয়েছে প্রধান বিচারপতি নিতিন জামদার এবং বিচারপতি এস. মনুর ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ৫০ বছর বয়সী ওই মহিলার মা হওয়ার ইচ্ছা পূরণ করার অনুমতিও দিয়েছে। আদালতের বক্তব্য, বিবাহিত মহিলারা মা হওয়ার ইচ্ছা পূরণ করতে পারবেন। আদালতের এই সিদ্ধান্ত নারীর অধিকার এবং মাতৃত্বের আকাঙ্ক্ষা রক্ষার দিকে একটি বড়সড় পদক্ষেপ।
হাইকোর্টের বক্তব্য, আইনে সারোগেসির জন্য বয়সের সীমা থাকবে ২৩ বছর থেকে ৫০ বছরের মধ্যে। কেরালা স্টেট স্টেট অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি অ্যান্ড সারোগেসি বোর্ড (KSARTSB) আগে অবশ্য ওই মহিলাকে সারোগেসির জন্য অনুমতি দেননি। বোর্ডের বক্তব্য, আইন অনুযায়ী, সার্টিফিকেট ইস্যু করার দিন সারোগেসি করতে ইচ্ছুক বিবাহিত মহিলার বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এরপরে ওই মহিলা এবং তাঁর স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে সিঙ্গেল বেঞ্চ বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখে।
advertisement
advertisement
টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী, ডিভিশন বেঞ্চ ওই মহিলার আবেদন গ্রহণ করেছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। এই মামলায় সবথেকে বড় বিতর্ক হল, ৫০ বছর বয়সী একজন মহিলাকে সারোগেসির অনুমতি দেওয়া যেতে পারে কি না, কারণ আইন বলে যে, শুধুমাত্র ২৩ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এটি করতে পারবেন। এদিকে স্কুল রেকর্ড অনুযায়ী, মহিলার জন্ম ১৯৭৪ সালের ২৪ জুন। যার অর্থ হল, তাঁর বয়স ৫০ বছর। সিঙ্গেল বেঞ্চের বক্তব্য, মহিলার বয়স ৫০, তাই তিনি এর জন্য যোগ্য নন।
advertisement
আইন কী বলছে?
রায়ে হাইকোর্ট জানিয়েছে যে, ২০২১-এর অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ (রেগুলেশন) আইনে এআরটি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য মহিলাদের বয়স ২১ বছরের বেশি আর ৫০ বছরের কম হতে হবে। আদালতের বক্তব্য, এআরটি প্রক্রিয়ায় মা হতে ইচ্ছুক মহিলাদের ঝুঁকি থাকে। আবার মা হতে গেলে যে আবেগগত ইচ্ছা থাকে, সেটাও সারোগেসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আদালত বলেছে যে, সারোগেট মা এবং মা হতে ইচ্ছুক মহিলার বয়স একই রকম ধরে নেওয়া যাবে না।
advertisement
হাইকোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্য:
হাইকোর্ট বলেছে যে, সারোগেসি আইনের উদ্দেশ্য হল, অনৈতিক কার্যকলাপ বন্ধ করা। তবে যাঁদের প্রয়োজন, তাঁরা যাতে এই সুবিধা নিতে পারেন, সেটা দেখাও আইনের উদ্দেশ্য। আদালত বলেছে যে, এই ক্ষেত্রে আবেদনকারীর মা হওয়ার শেষ সুযোগ রয়েছে। এটি জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ দিক। মা হওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়। বিবাহিত মহিলারা নিজেদের মা হওয়ার ইচ্ছা পূরণ করতে পারেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Thiruvananthapuram,Kerala
First Published :
March 17, 2025 2:05 PM IST