কেরলে শুরু হয়ে গিয়েছে মৃত্যুমিছিল! কারণ নাকি ‘ব্রেন-ইটিং’ অ্যামিবা, এর মধ্যেই মৃত ১৯! কী হচ্ছে এই রোগে জানেন? খুব সাবধান

Last Updated:

Brain-Eating Amoeba: কেরলের স্বাস্থ্য বিভাগ প্রাথমিক অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (PAM)–এর বাড়তে থাকা ঘটনার কারণে সতর্কতায় রয়েছে। এটি এক বিরল কিন্তু প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ, যা Naegleria fowleri নামক জীবাণুর কারণে হয়, যা সাধারণত ‘ব্রেইন-ইটিং অ্যামিবা’ নামে পরিচিত।

News18
News18
কেরলঃ কেরলের স্বাস্থ্য বিভাগ প্রাথমিক অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (PAM)–এর বাড়তে থাকা ঘটনার কারণে সতর্কতায় রয়েছে। এটি এক বিরল কিন্তু প্রাণঘাতী মস্তিষ্কের সংক্রমণ, যা Naegleria fowleri নামক জীবাণুর কারণে হয়, যা সাধারণত ‘ব্রেইন-ইটিং অ্যামিবা’ নামে পরিচিত।
advertisement
চলতি বছরে এ পর্যন্ত রাজ্যজুড়ে ৬১টি কেস নিশ্চিত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। রোগটির মৃত্যুহার অত্যন্ত বেশি এবং উপসর্গ শুরু হলে খুব দ্রুত অগ্রসর হয়। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এটিকে গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেছেন।  এনডিটিভি-কে তিনি জানিয়েছেন, ‘আগে সংক্রমণ মূলত কোঝিকোড ও মালাপ্পুরমের মতো সীমিত এলাকায় দেখা গেলেও, এখন কেরালার বিভিন্ন জেলা থেকে এর খবর আসছে,।
advertisement
মন্ত্রী বলেন, “গত বছরের মতো এবার আর কোনও একটি জলকে উৎসকে ঘিরে সংক্রমণ ঘটছে না। এগুলো একক, বিচ্ছিন্ন কেস। এর ফলে আমাদের মহামারী সংক্রান্ত তদন্ত জটিল হয়ে পড়েছে।”
মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “২০২৩ সালের নিপাহ প্রাদুর্ভাবের পর আমরা নির্দেশ দিয়েছিলাম প্রতিটি মেনিনগোএনসেফালাইটিস কেস পরীক্ষা করতে। চিকিৎসকদের বলা হয়েছিল মেনিনগোএনসেফালাইটিসের কারণ অনুসন্ধান করতে। যদি সেখানে অ্যামিবা পাওয়া যায়, তবে যেন অবিলম্বে অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিসের চিকিৎসা শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই জীবন বাঁচাতে পারে।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলে শুরু হয়ে গিয়েছে মৃত্যুমিছিল! কারণ নাকি ‘ব্রেন-ইটিং’ অ্যামিবা, এর মধ্যেই মৃত ১৯! কী হচ্ছে এই রোগে জানেন? খুব সাবধান
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement