কেরলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০, আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস ?

Last Updated:
#তিরুঅনন্তপুরম: আগামী পাঁচদিন কেরলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরেও একই রকম কেরলের বন্যার অবস্থা। এখনও গৃহহীন প্রায় তিন লাখ মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা। জল যেখানে নামছে, সেখানে ছড়াচ্ছে জলবাহিত রোগ। রবিবারও কেন্দ্রের কাছে ২০০০ কোটি টাকার সাহায্যের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
নিঃসন্দেহে ৮৭ বছর পর এক ব্যতিক্রমী অগাস্ট কেরলের। ১৯৩১  সালে বৃষ্টিতে বানভাসি হয়েছিল দক্ষিণের এই রাজ্য। গত ৯ অগাস্ট থেকে এখনও পর্যন্ত দেশের বৃষ্টিপাতের তুলনায় কেরলে বৃষ্টি হয়েছে ১৭০ শতাংশ বেশি। রাজ্যবাসীর কাছে স্বস্তি আগামী পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
advertisement
এখনও জলের নীচে কেরলের ১০টি জেলা। ত্রাণ ও উদ্ধারে দিন-রাত এক করে দিচ্ছেন সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের জওয়ানরা। এদিনও পাল্লাকাদে ধস নেমেছে। জলের তোড়ে বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙেছে। এনডিআরএফের ডিজি জানিয়েছেন, বৃষ্টির পরিমাণ কমলে উদ্ধার আরও দ্রুত সম্ভব হবে।
ইতিমধ্যেই বন্যায় ক্ষতিগ্রস্ত কেরলের পরিকাঠামো উন্নয়নে ৫০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। যদিও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দাবি, পরিস্থিতি যা তাতে ২০০০ কোটি টাকাও কম হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেরলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬০, আগামী কয়েকদিন আবহাওয়ার কী পূর্বাভাস ?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement