Kerala Flood: কেরালায় প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭, সর্বাধিক ক্ষতিগ্রস্ত ইদুক্কি
Last Updated:
ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে
#ইদুক্কি: প্রবল বৃষ্টিপাতের জেরে কেরালায় মোট ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে । বন্যা পরিস্থিতির জেরে সবচেয়ে বেশি বিপর্যস্ত মালাপ্পুরম, ইদুক্কি ও ওয়েনাড জেলায় ।ইতিমধ্যেই চেরুথোনি বাঁধ থেকে ৩০০ কিউসেক জল ছাড়া হয়েছে । ইদুক্কি জেলা থেকে প্রায় ৫৮টি পরিবারকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে । এর্নাকুলাম জেলায় ত্রাণশিবিরে আশ্রয়ে পেয়েছেন অন্তত ৩,৫২১ জন ।
মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী ।
Spoke to Kerala CM Shri Pinarayi Vijayan and discussed the situation arising due to floods in various parts of the state. Offered all possible assistance to those affected. We stand shoulder to shoulder with the people of Kerala in the wake of this calamity. @CMOKerala
— Narendra Modi (@narendramodi) August 9, 2018
advertisement
advertisement
আক্রান্ত জেলাগুলিতে আপাতত পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে । বন্ধ রয়েছে স্কুল-কলেজও । কোঝিকোড ও পলক্কড জেলাতেও বন্ধ রয়েছে স্কুল-কলেজ । মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী । উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উপকূল নিরাপত্তা কর্মীরা । ইদুক্কি, আয়ানকুলু ও ওয়েনাডে পরিস্থিতি মোকাবিলায় নেমেছে সেনা ।
advertisement
গতকালই কোচি বিমানবন্দরে বন্ধ হয়ে যায় বিমান চলাচল । যদিও বাস চলছে ইদুক্কিতে । ইদুক্কির এক স্থানীয় বাসিন্দার কথায় প্রায় ৩২ বছর পরে এরকম বন্যার সম্মুখীন হল ইদুক্কি । এখনও পর্যন্ত মোট ১২৯.৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ইদুক্কিতে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2018 11:24 AM IST