বাংলার ফল জানা যাবে কাল, কেরলে কী হবে বামপন্থীদের?
Last Updated:
পাঁচ রাজ্য রয়েছে অপেক্ষায় ৷ সরকার গড়বে কারা, তা নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা ৷
#তিরুবনন্তপুরম: পাঁচ রাজ্য রয়েছে অপেক্ষায় ৷ সরকার গড়বে কারা, তা নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা ৷ পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে বৃহস্পতিবার ৷ তবে অন্য রাজ্যের তুলনায় কেরলের চিত্রটা একেবারেই অন্যরকম ৷ এরাজ্যে মূলত লড়াই বাম-কংগ্রেসের ৷ পরপর দুটি বিধানসভা নির্বাচনে কোনও একটি দল বাজিমাত করেছে এমন ঘটনা খুব একটা ঘটেনি এই রাজ্যে ৷ প্রতি পাঁচবছর অন্তর জনতা ঘুরিয়ে ফুরিয়ে সব দলকেই সরকারে নিয়ে আসে ৷
কেরল বিধানসভায় মোট ১৪০টি বিধানসভা আসন রয়েছে ৷ ১৬ মে চতুর্দশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৷ নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী, ৪৯৮ টি পোলিং বুথে ভোট হয়েছে ৷ কেরলে পুরুষ ভোটারের সংখ্যা কোটি ২৫ লক্ষ ১০ হাজার ৫৮৯ জন ৷
মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার ৬৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। কেরলে মোট দুটি বড় রাজনৈতিক জোট রয়েছে। একটি হল ইউডিএফ- যার নেতৃত্বে রয়েছে কংগ্রেস ও অন্যটি হল এলডিএফ- যার নেতৃত্বে রয়েছে বামেরা। এছাড়া এনডিএ জোট রয়েছে বিজেপির নেতৃত্বে। ১৪০টি আসনের মধ্যে ইউডিএফের মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৯ জন। অন্যদিকে এলডিএফের মোট মহিলা প্রার্থীর সংখ্যা ১৭ জন। এনডিএ জোটের মহিলা প্রার্থী রয়েছেন মোট ১২ জন।
advertisement
advertisement
ইউডিএফের প্রার্থী ওমেন চণ্ডী বর্তমানে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি এবছর ভোটে লড়বেন পুতুপল্লী আসন থেকে। এলডিএফের অন্যতম প্রধান প্রার্থী ভিএস অচ্যুতানন্দন লড়বেন মালামপুঝা আসন থেকে। এছাড়া এনডিএ-র কুম্মানম রাজশেখরন লড়বেন ভাত্তিয়ুরকাভু আসন থেকে। ২০১১ সালের বিধানসভা ভোটে ইউডিএফ জোট পেয়েছিল ৭২টি আসন। এলডিএফ জোট পায় ৬৮টি আসন।
তবে বুথ ফেরত সমীক্ষাগুলো অনুযায়ী, কেরলে সরকার গড়তে চলেছে এলডিএফ ৷ টাইমস নাও সিভোটারের সমীক্ষা অনুযায়ী, এলডিএফ-৭৪ থেকে ৮২ আসনে জয়ী হবে ৷ অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-৫৪-৬২, বিজেপি-০-৪, অন্যান্য ০-৪ ৷ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, এলডিএফ-৮৮-১০১, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-৩৮-৪৮, বিজেপি-০-৩, অন্যান্য ১-৪ ৷
Location :
First Published :
May 18, 2016 8:27 PM IST