Kedarnath: কেদারনাথে যাওয়ার জন্য হেলিকপ্টার? সতর্ক থাকুন, লোভনীয় অফার দিয়ে ফাঁদ পেতেছে 'জাল ওয়েবসাইট'

Last Updated:

রাজ্য সরকার কেদারনাথ হেলি টিকেট বুকিংয়ের দায়িত্ব IRCTC-কে হস্তান্তর করেছে। টিকিট বুক করা যাবে শুধুমাত্র http://www.heliyatra.irctc.co.in থেকে।

Kedarnath
Kedarnath
নয়াদিল্লি: কেদারনাথ ধামে যাওয়ার জন্য হেলিকপ্টার পরিষেবার বুকিং (কেদারনাথ হেলিকপ্টার বুকিং) মঙ্গলবার থেকে শুরু হতেই সঙ্গে সঙ্গে সাইবার ঠগেরা সক্রিয় হয়ে উঠেছে। ইন্টারনেটে অনেক নকল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজ সস্তা টিকিট এবং অফারের নামে ফাঁদে ফেলতে প্রস্তুত। প্রতি বছর শত শত ভক্ত প্রতারণার শিকার হয়ে থাকেন। ২০২৩ সালে, উত্তরাখণ্ড পুলিশ ৪০ টিরও বেশি মামলা পেয়েছিল, যার মধ্যে বেশিরভাগ অভিযোগকারী রাজ্যের বাইরের ছিলেন। বিগত বছর থেকে, রাজ্য সরকার কেদারনাথ হেলি টিকেট বুকিংয়ের দায়িত্ব IRCTC-কে হস্তান্তর করেছে। টিকিট বুক করা যাবে শুধুমাত্র http://www.heliyatra.irctc.co.in থেকে।
বিশেষ বিষয় হল এই ওয়েবসাইটে কোনও মোবাইল নম্বর দেওয়া হয়নি। অন্য দিকে, নকল ওয়েবসাইটগুলি দেখতে হুবহু আসলের মতো তবে তাদের ‘Contact Us’ বিভাগে, তারা মোবাইল নম্বর এবং হোয়াটসঅ্যাপ কনট্যাক্টের মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয় যাতে লোকেরা নিজেরাই তাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রতারণার শিকার হয়।
সাইবার ঠগদের উপর বিশেষ নজর –
এবার আগাম সতর্ক হয়ে উঠেছে উত্তরাখণ্ড পুলিশ। সাইবার থানায় চার কর্মকর্তার একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা ইন্টারনেটে সক্রিয় ভুয়ো ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজের উপর নজর রাখবে। এসএসপি এসটিএফ নবনীত ভুলর বলেছেন, ” অনলাইন প্রতারকরা সক্রিয় হয়ে উঠেছে এবং আমরা তাদের উপর কড়া নজর রাখছি। অনেক সময় হেলিকপ্টার সার্ভিসের নামে প্রতারণার অভিযোগ পাওয়া যায়। এবার আমরা এই ধরনের মামলার উপর নজর রাখছি। ২০২৪ সালের জুনের মধ্যেই, ৮২টি ভুয়ো ওয়েবসাইট এবং ৪৫টি ফেসবুক পেজ বন্ধ করা হয়েছিল। এসব পেজ হেলিকপ্টার বুকিংয়ের নামে ভুয়ো বিজ্ঞাপন দিচ্ছিল।”
advertisement
advertisement
সাইবার অপরাধীরা কীভাবে তাদের শিকারকে নিশানা করে –
– হেলিকপ্টার কোম্পানির নাম ও লোগোর অপব্যবহার করে।
– একটি নকল ওয়েবসাইট তৈরি করে।
– ভুয়ো সাইটে মোবাইল নম্বর দিয়ে সরাসরি কথা বলে।
– পেমেন্ট গেটওয়ের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা জমা নিয়ে।
– ফ্রি টিকিট, বিশাল ডিসকাউন্ট ইত্যাদির মতো আকর্ষণীয় অফারের লোভ দেখিয়ে।
advertisement
উত্তরাখণ্ড পুলিশও এখন সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে সচেতন করবে। কেউ যদি কেদারনাথ দেখার পরিকল্পনা করেন, তবে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেলিকপ্টার বুক করা উচিত এবং কোনও অজানা লিঙ্ক বা নম্বরে ক্লিক করা উচিত নয়। লক্ষ্যণীয় যে, মঙ্গলবারই কেদারনাথ হেলি পরিষেবার জন্য ১৫ মিনিটে ৩৮ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kedarnath: কেদারনাথে যাওয়ার জন্য হেলিকপ্টার? সতর্ক থাকুন, লোভনীয় অফার দিয়ে ফাঁদ পেতেছে 'জাল ওয়েবসাইট'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement