KCR Daughter Arrested: ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার তেলঙ্গানার নেতা, কেসিআর কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লি

Last Updated:

KCR Daughter Arrested: ইডি শুক্রবারই কবিতার বাড়িতে হানা দেয়৷ বাসভবনে তল্লাশি করা হয়৷ সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও৷

নয়াদিল্লি: দিল্লি মদ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তেলঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কেসিআর-এর কন্যা কবিতা৷ সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে আজই দিল্লিতে নিয়ে আসা হয়েছে৷ উল্লেখ্য, এই সময়েই হায়দরাবাদে একটি নির্বাচনে প্রচারে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর উল্টো দিকে, আগামিকাল, অর্থাৎ শনিবারই ঘোষণা করা হবে নির্বাচনের নির্ঘণ্ট৷ তার আগেই এই ঘটনা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন অনেকে৷
ইডি শুক্রবারই কবিতার বাড়িতে হানা দেয়৷ বাসভবনে তল্লাশি করা হয়৷ সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও৷ সূত্রের খবর, তাঁর বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই হাজির হয়েছিলেন ইডি অফিসারেরা৷
advertisement
ইডির সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মদের বিষয়ে বিশেষ যে নীতি তৈরি করা হয়েছিল, সেই বিষয়েই এই গ্রেফতারি৷ এর আগেও একাধিক বার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি৷ খবর মিলেছে, শুক্রবার কম করে ১০ ইডি অফিসার কবিতা ও তাঁর স্বামী অনিল কুমারের উপস্থিতিতে তল্লাশি চালান তাঁদের বাসভবনে৷ দিল্লি এক্সাইজ পলিসি – ২০২১-২২ -এর ক্ষেত্রে একটি দক্ষিণভারতীয় গোষ্ঠীর সঙ্গে কবিতার যোগ পাওয়ার অভিযোগ উঠেছে, যে খানে বলা হয়েছে, সেই গোষ্ঠী এই ক্ষেত্রে অনৈতিক ভাবে বড় একটি ভূমিকা গ্রহণের চেষ্টা চালাচ্ছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
KCR Daughter Arrested: ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার তেলঙ্গানার নেতা, কেসিআর কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement