কাঠুয়া ধর্ষণকাণ্ডের দোষীরা কি আদৌ শাস্তি পাবে ? আতঙ্কে দিন গুনছেন নির্যাতিতার মা

Last Updated:

দিনের পর দিন মাদক খাইয়ে ধর্ষণ ৷ ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার আগেও রেয়াত করা হয়নি ৷ নিজেদের লালসা মেটাতে মেরে ফেলার আগেও আবার ধর্ষণ করা হয়েছে তাকে ৷

#নয়াদিল্লি: দিনের পর দিন মাদক খাইয়ে ধর্ষণ ৷ ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যার আগেও রেয়াত করা হয়নি ৷ নিজেদের লালসা মেটাতে মেরে ফেলার আগেও আবার ধর্ষণ করা হয়েছে তাকে ৷ দিল্লির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে  একটি ছোট্ট ফ্ল্য়াটের মেঝেতে শুয়ে বারবার জ্ঞান হারাচ্ছিলেন কাঠুয়ার ধর্ষিত ৮ বছরের মেয়ের মা ফতিমা(নাম পরিবর্তিত) ৷
আগামিকাল কাঠুয়া হত্যাকাণ্ডের মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট ৷ আর তার ঠিক একদিন আগে আতঙ্কে সময় গুনছেন ফতিমা ৷ কী হবে দোষীদের ? তার আদরের মেয়েকে এভাবে দিনের পর দিন যারা অত্যাচার করেছে ৷ যাকে নির্মমভাবে ধর্ষণ করেছে তারা কি আদৌও শাস্তি পাবে কোনও ? নাকি এভাবেই তারা নির্দোষ প্রমাণিত হবে ? নিউজ ১৮-কে সাক্ষাৎকার দিতে দিতে এমনই বেশ কিছু প্রশ্ন বারবার নিজের মনেই আওড়াচ্ছিলেন তিনি ৷ আর কেঁপে কেঁপে উঠছিলেন ফতিমা আতঙ্কে ৷ কারণ সোমবার সুুপ্রিম কোর্টে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় ৷ তাহলে  আর কোনওদিন নিজেদের গ্রামে নিজেদের বাড়ি ফিরতে পারবেন না ফতিমারা ৷
advertisement
কিন্তু কেন এমন ভয়ে শিউরে উঠছেন ফতিমা ? এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হলে আমরা আমাদের গ্রাম রাসনায় ফিরতে পারব না ৷ আমাকে ওরা মেরে ফেলবে ৷’ এরপরই ফুঁপিয়ে কেঁদে ওঠেন ফতিমা ৷ বলেন, ‘আমার অত ছোট্ট মেয়েটা কি ক্ষতি করেছিল বলতে পারেন ? কেন  এইটুকু বয়সে ওকে এত যন্ত্রনা সহ্য করতে হল ? ’ পাশাপাশি তার মেয়ের হয়ে যারা লড়ছেন তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন ৷ একইসঙ্গে ফাস্ট ট্র্যাক আদালতে যাতে দোষীদের ফাঁসি সাজা চান ফতিমা ৷
advertisement
advertisement
মেয়ের ধর্ষণের ঘটনা যেদিন জানতে পেরেছেন ফতিমা ৷ তারপর থেকে আর দু’চোখের পাতা এক করতে পারেননি তিনি ৷ দোষীদের শাস্তির প্রার্থনা করে চলেছেন শুধু ৷ আগামিকালই সেই দিন ৷ দোষীদের শাস্তি ঘোষণার পরই নিশ্চিন্তে ঘুমোতে চায় ফতিমা ৷ ঘুমের মধ্যে মেয়ের কাছে যেতে চায় সে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়া ধর্ষণকাণ্ডের দোষীরা কি আদৌ শাস্তি পাবে ? আতঙ্কে দিন গুনছেন নির্যাতিতার মা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement