কাঠুয়া ধর্ষণকাণ্ড: ইস্তফা দুই বিজেপি বিধায়কের, জম্মু-কাশ্মীর বিজেপিতে ভাঙন ?

Last Updated:

আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়া গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছিল দেশ ৷

#শ্রীনগর: আট বছরের শিশুকন্যাকে সাতদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ তারপর নির্মমভাবে খুন ৷ জম্মুর কাঠুয়া গণধর্ষণ কাণ্ড প্রকাশ্যে আসতেই গর্জে উঠেছিল দেশ ৷ অপরাধীদের শাস্তির দাবিতে একদিকে যখন তোলপাড় হচ্ছিল দেশ ৷ ঠিক তখনই অভিযুক্তদের সমর্থনে এগিয়ে এসে বিতর্কে জড়ান দুই মন্ত্রী ৷ অবশেষে, বিরোধী দলগুলি এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির জোরাল প্রতিবাদে ইস্তফা দিলেন লাল সিং এবং চন্দর প্রকাশ গঙ্গা ৷ তাদের ইস্তফার পরই জম্মুতে উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত ৷ শনিবার উপত্য়কায় জরুরি বৈঠকে থাকবেন মন্ত্রী-বিধায়করা ৷ এই বৈঠকের  নেতৃত্বে রয়েছেন কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত রাম মাধব ৷
কাঠুয়া কাণ্ডে জম্মু-কাশ্মীরে জোট সরকারের শরিক ছিলেন মন্ত্রী লাল সিং এবং চন্দ্র প্রকাশ ৷ কাঠুয়া কাণ্ডে অভিযুক্তদের সমর্থনেই প্রতিবাদ জানিয়েছিলেন তারা ৷ সেই কারণেই ওই দুই বিজেপি বিধায়কের পদত্যাগের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মুফতি ৷ দুই মন্ত্রী ইস্তফা না দিলে সরকার ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি ৷
অপরদিকে, কাঠুয়া-উন্নাও গণধর্ষণ হত্যাকান্ডে রাজধানীতে প্রতিবাদ মিছিলে হাঁটেন রাহুল গান্ধী ৷ কংগ্রেস সভাপতির কটাক্ষের আঁচ পেতেই মুখ খোলেন প্রধানমন্ত্রীও ৷ শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অপরাধীরা ছাড়া পাবেন না ৷ দেশের মেয়েরা বিচার পাবেই ৷’
advertisement
advertisement
রাজ্য বিজেপি সূত্রে খবর, ওই দুই মন্ত্রী নিজেরাই ইস্তফা দিয়েছেন ৷ কিন্তু এই ইস্তফা দেওয়ার পরই বিজেপির অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাঠুয়া ধর্ষণকাণ্ড: ইস্তফা দুই বিজেপি বিধায়কের, জম্মু-কাশ্মীর বিজেপিতে ভাঙন ?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement