এখনও থমথমে উপত্যকা, মৃত বেড়ে ৩৪

Last Updated:

তরুণ জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় পাঁচদিন ৷ হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর ‘পোস্টার বয়’-এর মৃত্যুতে এখনও থমথমে উপত্যকা ৷

#শ্রীনগর: তরুণ জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় পাঁচদিন ৷ হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর ‘পোস্টার বয়’-এর মৃত্যুতে এখনও থমথমে উপত্যকা ৷ পাম্পোরে ও কুপওয়াড়া-সহ এখনও বেশ কয়েকটি জায়গায় জারি ৷ অন্য জায়গয় কার্ফু না থাকলেও সাধারণ মানুষের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে ৷
জনতা-পুলিশ সংঘর্ষে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৩৪ জন ৷ আহতের সংখ্যা প্রায় হাজার ৷
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন মৃত চারজনের মধ্যে একজন পুলিশকর্মী ৷ সংঘর্ষে মুস্তাক আহমেদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে পড়েন ৷ হাসপাতলে তার মৃত্যু হয় ৷
advertisement
শেষ খবর পাওয়া পর্যন্ত অনন্তনাগ জেলায় প্রাণ হারিয়েছেন ১৬ জন, কুলগাঁওে ৮ জন, সোপিয়ান ৫ জন, পুলওয়ামা তিনজন, শ্রীনগর ও কুপওয়াড়ায় মৃত ১ জন ৷ বিচ্ছিন্নতাবাদী সংঘঠনের ডাকা বন্ধে ঘটনার পাঁচদিন পরও ব্যাহত জনজীবন ৷ বন্ধ রাখা হয়েছে দোকানবাজার ও যানচলাচাল ৷
advertisement
ওয়ানির মৃত্যুর প্রতিবাদে শনিবার সকাল থেকেই কাশ্মীরজুড়ে বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও জেলায় বিজেপির অফিসে হামলা চালায় বিক্ষোভকারীরা। কেটে গিয়েছে পাঁচদিন। তবে এখনও থমথমে উপত্যকা। পরিস্থিতি মোকাবিলায়  জারি করা হয়েছে হাই অ্যালার্ট।হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে শনিবার উত্তপ্ত হয় উপত্যকা। সেনা-নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়  বিক্ষোভকারীদের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এখনও থমথমে উপত্যকা, মৃত বেড়ে ৩৪
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement