Pahalgam Terror Attack: কেমন দেখতে ছিল জঙ্গিদের..কী ছিল তাদের নাম? পহেলগাঁও হামলার ৩ জঙ্গির স্কেচ প্রকাশ্যে আনল ভারত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷
জম্মু ও কাশ্মীর: কয়েকজন মিশে ছিল পর্যটকদের ভিড়ের মধ্যে৷ আর বাকিরা জঙ্গল থেকে নেমে এসেছিল বৈসরন উপত্যকায়৷ ঘিরে ধরেছিল পর্যটকদের৷ তারপর একজন একজন করে প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের নাম জানতে চাওয়া হয়৷ তারপর বিশেষ ধর্মের লোকদের বাদ দিয়ে বেছে বেছে গুলি করা হয় পুরুষদের৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে৷ এবার নিরাপত্তা এজেন্সির তরফে প্রকাশ করা হল পহেলগাঁওয়ের সম্ভাব্য জঙ্গিদের স্কেচ৷ জঙ্গিদের খোঁজের ইতিমধ্যেই জারি করা হয়েছে চিরুণি তল্লাশি৷ সেই তল্লাশি জোরদার করতেই স্কেচ প্রকাশ্যে এনে সাধারণ মানুষ এবং সকলের কাছে তাদের ছবি তুলে ধরা হল৷
নিরাপত্তাকর্মীদের তরফে জানানো হয়েছে, যে তিনজনের স্কেচ প্রকাশ্যো আনা হয়েছে, জানা গিয়েছে তাঁদের নামও৷ সন্দেহভাজন তিন জঙ্গির নাম যথাক্রমে আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা৷ যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের কাছ থেকে বিবরণ শুনেই এই ছবি আঁকা হয়েছে বলে জানা গিয়েছে৷
প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং প্রাথমিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে স্কেচগুলি৷ তারপর তা ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ায়৷
advertisement
advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে৷ এঁদের বেশিরভাগই অন্যান্য রাজ্য থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে বড় হামলা। তা-ও অমরনাথ যাত্রা শুরুর কিছু দিন আগেই৷ পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।
advertisement
জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে দুজন বিদেশি – সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের৷ বাকি দুজন স্থানীয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jammu and Kashmir
First Published :
April 23, 2025 12:22 PM IST