#জয়পুর: বাবার কফিন সামনে ৷ ও খেলছে তার উপর বসে ৷ সকলের চোখে জল ৷ বাচ্চাটি নিষ্পাপ মুখে চেয়ে দেখছে এদিক ওদিক ৷ শহিদ জওয়ানের ৫ মাসের কন্যার এই ছবি চোখে জল এনে দেয় ৷আরও পড়ুন: সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত ৫ জঙ্গিকাশ্মীর সীমান্তে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহিদ হন ভারতীয় জওয়ান মুকুট বিহারী মিনা ৷ শনিবার তাঁর দেহ নিয়ে আসা হয় জয়পুরের ঝালাওয়ারে গ্রামের বাড়িতে ৷ ৫ মাসের কন্যা সন্তান রয়েছে শহিদ জওয়ানের ৷ কফিন বন্দি দেহটি গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজন ৷দাদুর কোলে কী হচ্ছে বোঝার চেষ্টা করছিল শহিদ জওয়ানের ৫ মাসের শিশু কন্যা ৷ বুঝতে পারেনি সে ৷ দাদুই তাকে বসিয়ে দেয় বাবার কফিনের উপর ৷ কান্না নেই ৷ শুধুই ফ্যালফ্যাল করে চেয়ে আছে সে ৷ঝালাওয়ারের জেলাশাসক জিতেন্দ্র সোনি ওই ছবিটি ফেসবুক-এ শেয়ার করেন ৷ লিখেছেন, 'আমি আর সব সেনা অফিসাররা ভাবছিলাম, নিজেদের কথা ৷ তোমাকে দেখছি শুধু, কত সরল, নিষ্পাপ ৷ বাবার মৃত্যর শোক তোমায় ছোঁয়নি ৷'
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।