সোনমার্গে সেনা ক্যাম্পে তুষার ধসে মৃত ৫, নিখোঁজ বেশ কয়েকজন

Last Updated:

আচমকা তুষার ধস, তাতেই বিপত্তি ৷ সোনমার্গের সেনা ক্যাম্পে আছড়ে পড়া তুষার ধসে নিখোঁজ বহু সেনা ৷

#সোনমার্গ: আচমকা তুষার ধস, তাতেই বিপত্তি ৷ সোনমার্গের সেনা ক্যাম্পে আছড়ে পড়া তুষার ধসে নিখোঁজ বহু সেনা ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত এক সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে ৷ ধসের জেরে বরফের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা ৷
বুধবার নিয়ন্ত্রণ রেখার খুব কাছে গুরেজ সেক্টরে আচমকা নেমে আসা তুষার ধসে শুধু জওয়ানরাই নয়, নিখোঁজ বেশ কয়েকজন সাধারণ মানুষ ৷ সূত্রের খবর, এক সেনা জওয়ান ছাড়াও একই পরিবারের চার জনের তুষার ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে রয়েছেন বছর ৫৫-এর প্রৌঢ় লোন, তাঁর স্ত্রী আজিজি(৫০) ,তাদের ছেলে ইরফান (২২) এবং মেয়ে গুলশন (১৯) ৷
advertisement
ইতিমধ্যেই উদ্ধারকারী সেনার দল ঘটনাস্থলে পৌঁছেছে ৷ বরফের নীচে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দায়িত্বে থাকা মেজর পদের এক আধিকারিক ৷ এদের মধ্যে রয়েছে লোনের অপর ছেলে রিয়াজ আহমেদ ৷ এখনও পর্যন্ত ৮ জন সেনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে  ৷  গুরুতর অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
advertisement
advertisement
তুষারধসে বহু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ বরফের নীচে সেনা জওয়ান সহ অনেক মানুষ আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সোনমার্গে সেনা ক্যাম্পে তুষার ধসে মৃত ৫, নিখোঁজ বেশ কয়েকজন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement