INX মিডিয়া কেলেঙ্কারিতে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই
Last Updated:
কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। আইএনএক্স মিডিয়া দুর্নীতির তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ কার্তি চিদম্বরমের বিরুদ্ধে।
#নয়াদিল্লি: আইএনএক্স আর্থিক তছরূপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সিবিআই। লন্ডন থেকে ফিরছিলেন কার্তি। চেন্নাই বিমানবন্দরে নামার পরই তাঁকে গ্রেফতার করা হয়। কংগ্রেসের অভিযোগ, নীরব মোদি কেলেঙ্কারি থেকে দৃষ্টি ঘোরাতেই প্রতিহিংসাবশত কার্তিকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির পাল্টা, আইনের উর্ধ্বে কেউ নয়। যা হচ্ছে তা আইন মেনেই হচ্ছে।
২০০৭ সালে ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফআইপিবি-র নিয়ম ভাঙায় আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে কর সংক্রান্ত তদন্ত চলছিলই। অভিযোগ ওঠে, বাবা পি চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার সুবাদে এই তদন্তের ওপর প্রভাব খাটান ছেলে কার্তি চিদম্বরম। গত বছর মে মাসে কার্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এ বছরের ষোলোই ফেব্রুয়ারি দেশের চোদ্দটি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। গ্রেফতার করা হয় কার্তির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। কার্তিকেও হাজিরা দিতে সমন পাঠানো হয়। সমনের বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন কার্তি। সেই আবেদন খারিজ হওয়ায় বুধবার তাঁকে চেন্নাই বিমান বন্দরেই গ্রেফতার করা হয়। সিবিআই ও ইডির অভিযোগ,
advertisement
- ২০০৭ সালে আইএনএক্স মিডিয়াকে চার কোটি বাষট্টি লক্ষ টাকা বিদেশি বিনিয়োগ গ্রহণের মঞ্জুরি দেয় এফআইপিবি
advertisement
- কিন্তু মরিশাসের তিনটি সংস্থা থেকে তিনশো পাঁচ কোটি টাকা বিনিয়োগ নেয় আইএনএক্স
- ফেমা আইন লঙ্ঘনের অভিযোগে শুরু হয় তদন্ত
- তদন্তকে প্রভাবিত করেন কার্তি চিদম্বরম
advertisement
- এজন্য কার্তিকে দশ লক্ষ টাকা দেয় আইএনএক্স সংস্থা
কার্তি চিদম্বরম গ্রেফতার হতেই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, নীরব কেলেঙ্কারি থেকে দৃষ্টি ঘোরাতেই এই গ্রেফতারি।
যদিও বিজেপির পালটা, সত্যের জয় হবে। যা হচ্ছে তা আইন মেনেই হচ্ছে।
advertisement
কার্তি চিদম্বরমকে বুধবারই দিল্লিতে সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। পাঁচই মার্চ থেকে শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। নীরব কেলেঙ্কারি নিয়ে শাসককে কোণঠাসা করতে মুখিয়ে রয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, বিরোধীদের পালটা দিতেই কার্তি চিদম্বরমের গ্রেফতারিকে ট্রাম্প কার্ড করতে চাইছে শাসকপক্ষ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2018 9:45 AM IST