#বেঙ্গালুরু: কেন্দ্রীয় সরকার প্রতিহিসংসার রাজনীতি করছে এমন অভিযোগ করলে কর্নাটক সরকার ৷ কর্নাটকের কংগ্রেস সরকার জানিয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে ভিন্ন রাজ্যের ২৫০ থেকে ৩০০ অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যে ৷ লোকসভা নির্বাচনের আগে অবিজেপি শাসিত রাজ্যদের বিরুদ্ধে এভাবেই কাজ করছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এ বলেই তোপ দেগেছে কর্নাটক কংগ্রেস ৷
তাদের পক্ষ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে এরকম প্রতিহিংসার রাজনীতি তারা মেনে নেবে না ৷ এর উদাহরণ দিতে গিয়ে কর্নাটকের কুমারস্বামী জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় যেভাবে কেন্দ্রের চাপের রাজনীতিকে সামলান তাঁরাও এবার সেরকম পথেই হাঁটবেন এমনটাও জানিয়েছে তারা ৷
আরও পড়ুন - ‘এটা আগে বোঝা হয়ে গেলে জীবনের এতগুলো বছর কষ্টের মধ্যে কাটাতাম না’- সোশ্যাল মিডিয়ায় যা বললেন হাসিন জাহান
কর্নাটক সরকারের আরও অভিযোগ নরেন্দ্র মোদি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সমস্ত সংস্থাকে অবৈধভাবে ব্যবহার করছে ৷ আয়কর দফতরকেও এই কাজেই ব্যবহার করছে তারা ৷ নির্বাচনের সময় কংগ্রেস ও জেডিএসের সমস্ত বড় নেতাদের ইচ্ছাকৃতভাবে স্ক্যানারের তলায় নিয়ে আসা হচ্ছে ৷ তবে এতে তারা ভীত নন তাও পরিষ্কার করে দিয়েছেন তারা ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BattleOf2019election, BJP, Elections 2019, ElectionsWithNews18, Karnataka, Karnataka Lok Sabha Elections 2019, Lok Sabha elections 2019