Humanity: যে পথকুকুরকে বাঁচাতে পথদুর্ঘটনায় মৃত্যু ছেলের, অবোলা সেই প্রাণীকেই দত্তক ওই পুত্রহারা মায়ের

Last Updated:

Humanity: পথকুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ২১ বছর বয়সি তরতাজা ওই যুবকের

তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন
তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন
হোন্নালি : কৃতজ্ঞতা ও শোকের এক মন ছুঁয়ে যাওয়া গাথা এখন চর্চিত সোশ্যাল মিডিয়ায়৷ আলোচনার কেন্দ্রে কর্নাটকের এক পরিবার৷ তাঁরা সম্প্রতি হারিয়েছেন তাঁদের সন্তানকে৷ স্থানীয় দাবণগেরে এলাকার বাসিন্দা ওই পরিবারের সন্তান তিপেশ কিছু দিন প্রাণ হারিয়েছেন পথ দুর্ঘটনায়৷ এক পথকুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ২১ বছর বয়সি তরতাজা ওই যুবকের৷
স্থানীয় হোন্নালি এলাকায় গত ১৬ নভেম্বর তাঁর বোনকে বাসস্টপে নামিয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিপেশ৷ সে সময় একটি পথকুকুরকে প্রাণে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনায় পড়েন এই যুবক৷ মাথায় তীব্র আঘাত পান৷ ঘটনার অভিঘাতে তাঁর মৃত্যু হয়৷
পথের সারমেয় কী বুঝেছিল কে জানে! দুর্ঘটনাস্থল থেকে গাড়ির পিছন পিছন প্রায় ৮ কিলোমিটার হেঁটে সে পৌঁছয় ওই যুবকের বাড়িতে৷ আগাগোড়া বসেছিল তাঁর রক্ষাকর্তা যুবকের অন্ত্যেষ্টিতে৷ তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন৷
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ তিপেশের অন্ত্যেষ্টির পরও একচুলও নড়েনি সে৷ ঠায় বসেছিল শোকে মুহ্যমান অবস্থায়৷ তিন দিন ঠায় অপেক্ষার পর তিপেশের বাড়িতে ঢুকে পড়ে সে৷ সোজা চলে যায় পুত্রহারা মা যশোদাম্মার কাছে৷ তাঁর পায়ের কাছে বসে থাকে চুপ করে৷ শোকবিহ্বল মা তাঁর দিকে হাত বাড়িয়ে দিতেই তার উপর মাথা রেখে শুয়ে পড়ে৷ চতুষ্পদ প্রাণীটি বুঝিয়ে দেয় পারিবারিক শোকে শামিল সে নিজেও৷
advertisement
আরও পড়ুন : ‘তুমি অন্য কারওর সঙ্গে বেঁধো ঘর’…ক্ষত বিক্ষত মুহূর্তে অনুপমকে কদর্য আক্রমণ তাঁর সৃষ্টি দিয়েই!
এর পর আর তাকে ফিরিয়ে দিতে পারেনি তিপেশের পরিবার৷ পরিবারের একজন সদস্য বলেই মেনে নিয়েছে৷ দত্তক নিয়ে ওই পথকুকুরের ভার গ্রহণ করেছেন তাঁরা৷ যে পথকুকুরের প্রাণ বাঁচাতে চলে গিয়েছেন তাঁদের বাড়ির ছেলে, সেই সারমেয়কেই আপন করে নিয়েছেন তিপেশের পরিবার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Humanity: যে পথকুকুরকে বাঁচাতে পথদুর্ঘটনায় মৃত্যু ছেলের, অবোলা সেই প্রাণীকেই দত্তক ওই পুত্রহারা মায়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement