Humanity: যে পথকুকুরকে বাঁচাতে পথদুর্ঘটনায় মৃত্যু ছেলের, অবোলা সেই প্রাণীকেই দত্তক ওই পুত্রহারা মায়ের

Last Updated:

Humanity: পথকুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ২১ বছর বয়সি তরতাজা ওই যুবকের

তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন
তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন
হোন্নালি : কৃতজ্ঞতা ও শোকের এক মন ছুঁয়ে যাওয়া গাথা এখন চর্চিত সোশ্যাল মিডিয়ায়৷ আলোচনার কেন্দ্রে কর্নাটকের এক পরিবার৷ তাঁরা সম্প্রতি হারিয়েছেন তাঁদের সন্তানকে৷ স্থানীয় দাবণগেরে এলাকার বাসিন্দা ওই পরিবারের সন্তান তিপেশ কিছু দিন প্রাণ হারিয়েছেন পথ দুর্ঘটনায়৷ এক পথকুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ২১ বছর বয়সি তরতাজা ওই যুবকের৷
স্থানীয় হোন্নালি এলাকায় গত ১৬ নভেম্বর তাঁর বোনকে বাসস্টপে নামিয়ে দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিপেশ৷ সে সময় একটি পথকুকুরকে প্রাণে বাঁচাতে গিয়ে পথ দুর্ঘটনায় পড়েন এই যুবক৷ মাথায় তীব্র আঘাত পান৷ ঘটনার অভিঘাতে তাঁর মৃত্যু হয়৷
পথের সারমেয় কী বুঝেছিল কে জানে! দুর্ঘটনাস্থল থেকে গাড়ির পিছন পিছন প্রায় ৮ কিলোমিটার হেঁটে সে পৌঁছয় ওই যুবকের বাড়িতে৷ আগাগোড়া বসেছিল তাঁর রক্ষাকর্তা যুবকের অন্ত্যেষ্টিতে৷ তার এই আচরণ ছুঁয়ে যায় সকলের মন৷
advertisement
advertisement
এখানেই শেষ নয়৷ তিপেশের অন্ত্যেষ্টির পরও একচুলও নড়েনি সে৷ ঠায় বসেছিল শোকে মুহ্যমান অবস্থায়৷ তিন দিন ঠায় অপেক্ষার পর তিপেশের বাড়িতে ঢুকে পড়ে সে৷ সোজা চলে যায় পুত্রহারা মা যশোদাম্মার কাছে৷ তাঁর পায়ের কাছে বসে থাকে চুপ করে৷ শোকবিহ্বল মা তাঁর দিকে হাত বাড়িয়ে দিতেই তার উপর মাথা রেখে শুয়ে পড়ে৷ চতুষ্পদ প্রাণীটি বুঝিয়ে দেয় পারিবারিক শোকে শামিল সে নিজেও৷
advertisement
আরও পড়ুন : ‘তুমি অন্য কারওর সঙ্গে বেঁধো ঘর’…ক্ষত বিক্ষত মুহূর্তে অনুপমকে কদর্য আক্রমণ তাঁর সৃষ্টি দিয়েই!
এর পর আর তাকে ফিরিয়ে দিতে পারেনি তিপেশের পরিবার৷ পরিবারের একজন সদস্য বলেই মেনে নিয়েছে৷ দত্তক নিয়ে ওই পথকুকুরের ভার গ্রহণ করেছেন তাঁরা৷ যে পথকুকুরের প্রাণ বাঁচাতে চলে গিয়েছেন তাঁদের বাড়ির ছেলে, সেই সারমেয়কেই আপন করে নিয়েছেন তিপেশের পরিবার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Humanity: যে পথকুকুরকে বাঁচাতে পথদুর্ঘটনায় মৃত্যু ছেলের, অবোলা সেই প্রাণীকেই দত্তক ওই পুত্রহারা মায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement