Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই

Last Updated:

কর্ণাটকের লোকায়ুক্তের আধিকারিকরা সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে, এরকম সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন৷

কর্ণাটক সরকারের অভিযুক্ত প্রাক্তন কর্মী৷
কর্ণাটক সরকারের অভিযুক্ত প্রাক্তন কর্মী৷
রাজ্য সরকারি অফিসের সাধারণ একজন প্রাক্তন ক্লার্ক৷ তাঁর বাড়িতে হানা দিয়েই খোঁজ মিলল ৩০ কোটি টাকার সম্পত্তির৷!
অভিযুক্ত ওই প্রাক্তন সরকারি কর্মীর নাম কালাকাপ্পা নিডাগুন্ডি৷ তিনি কর্ণাটকর রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড (কেআরআইডিএল)-এর প্রাক্তন ক্লার্ক ছিলেন৷ শুক্রবার তাঁর বাড়িতে হানা দেয় কর্ণাটক লোকায়ুক্তের একটি দল৷ সেই তল্লাশিতেই অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মীর নামে চব্বিশটি বাড়ি, চারটি জমি এবং আরও ৪০ একর কৃষিজমির খোঁজ মিলেছে৷ অথচ চাকরি করার সময় তাঁর বেতন ছিল মাত্র ১৫ হাজার টাকা৷
advertisement
এ ছাড়াও তল্লাশিতে চারটি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং ১.৫ কেজি রুপো উদ্ধার করা হয়েছে৷ নিজের, নিজের স্ত্রী এবং ভাইয়ের নামে এই সমস্ত সম্পত্তি কিনেছিলেন তিনি৷
advertisement
অভিযোগ, কেআরআইডিএল-এর একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে ৯৬টি অসমাপ্ত প্রকল্পের নথি জাল করে ৭২ কোটি টাকা সরিয়ে নিয়েছিলেন কর্ণাটক সরকারের এই প্রাক্তন কর্মী৷
কর্ণাটকের লোকায়ুক্তের আধিকারিকরা সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রয়েছে, এরকম সরকারি কর্মীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন৷ সেই তল্লাশি অভিযানেই এবার ফাঁস হল কর্ণাটক সরকারের ওই প্রাক্তন ক্লার্কের কীর্তি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka News: বেতন পেতেন ১৫ হাজার, নিজের নামে ২৪টি বাড়ি, ৩০ হাজার কোটির সম্পত্তি! অভিযানে গিয়ে তাজ্জব গোয়েন্দারাই
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement