Kerala Landslides : কেরলের পাশে কর্ণাটকের সরকার, ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Kerala Landslides: শনিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই ঘোষণা করেছেন, তাঁর সরকার ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডের ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করবেন৷
কেরল: কেরলে ভূমিধসে বিপর্যস্ত ওয়ানাড৷ এই অন্ধকার সময়ে আশার আলো দেখাচ্ছে ভারতীয় সংহতি৷
শনিবার, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাই ঘোষণা করেছেন, তাঁর সরকার ভূমিধস-বিধ্বস্ত ওয়ানাডের ক্ষতিগ্রস্তদের জন্য ১০০টি ঘর নির্মাণ করবেন৷
advertisement
সিদ্দারাইমা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমি পিনরাই বিজয়নকে সব রকম সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছি৷ কর্ণাটক সরকার ১০০ জন ক্ষতিগ্রস্তদের জন্য ঘর নির্মাণ করবে৷ আমরা সকলে একসঙ্গে পাশে থেকে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবো৷’’
advertisement
ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি কর্নাটকের পোস্ট শেয়ার করে কর্ণাটকের জনগণ ও সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷
প্রসঙ্গত রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি কয়েকদিন আগেই ওয়ানাড়ের চুরমালার ভূমিধস আক্রান্ত এলাকা প্রদর্শন করেছিলেন৷
advertisement
৩০ জুলাই, ওয়ানাডের মারাত্মক ভূমিধসে প্রায় ২১৫ জন মারা গিয়েছে৷ এখনও অবধি প্রায় ৩০০ জন নিখোঁজ বলে সন্দেহ করা হয়েছে৷ ভারতীয় সেনাবাহিনী নানাভাবে প্রতিকূল অবস্থায় এখনও উদ্ধারকার্য চালানো চেষ্টা করে যাচ্ছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 4:26 PM IST