ভোট দিন, আর ফ্রি-তে যত ইচ্ছে খান কফি-ধোসা
Last Updated:
উপলক্ষ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ আর তার জন্য রীতিমত ভুরিভোজ চলছে রাজ্য জুড়ে ৷ তাও এক্কেবারে বিনামূল্যে ৷ তবে, মানতে হবে একটা শর্ত ৷
#বেঙ্গালুরু: উপলক্ষ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ আর তার জন্য রীতিমত ভুরিভোজ চলছে রাজ্য জুড়ে ৷ তাও এক্কেবারে বিনামূল্যে ৷ তবে, মানতে হবে একটা শর্ত ৷ ভোট দেওয়ার কালো দাগ আঙুলে থাকতে হবে ৷ তাহলেই কেল্লাফতে ৷ ফ্রি-তে পেটপুরে খান কফি-ধোসা ৷ আর এরপরেও উপরি পাওনা হিসেবে থাকছে ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা ৷
ভোটারদের উৎসাহিত করতে খাবারকেই কি ‘টোপ’ হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি ? এমনই একটা প্রশ্ন ঘোরাফেরা করছেই ৷ কিন্তু তা নয় একেবারেই ৷ শুধুমাত্র সাধারণ মানুষকে তথা জেন ওয়াইকে ভোটের প্রতি উৎসাহিত করতেই এহেন একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন শহরের রেস্তোরাঁর মালিকরা ৷ ১২ মে যারা ভোট দিতে যাবেন তাদেরকেই একেবারে বিনামূল্যে এই অফার দেওয়া হবে ৷ শুধু হাতের আঙুলে থাকতে হবে কালির দাগ ৷ এছাড়াও সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড ৷ তাহলেই ফ্রি-তে মিলবে ইন্টারনেট পরিষেবা এবং যত খুশি খাবার ৷
advertisement
রাজাজি নগরের রেস্তোরাঁর মালিক রাজাজি আইয়ার বলেন, শুধু ইন্টারনেট কিংবা খাবারই নয় ৷ ফটোকপি করার ক্ষেত্রেও ৭৫ শতাংশ ডিসকাউন্ট মিলবে ৷ নতুন প্রজন্মকে বুথ-মুখী করতেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তবে, এতে কোনও রাজনৈতিক দলের ইন্ধন নেই ৷ নিছক জেন ওয়াইকে ভোটের প্রতি উদ্বুদ্ধ করে তুলতেই এমন একটি অভিনব পদক্ষেপ নিয়েছেন আইয়ার ৷
advertisement
advertisement
নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মাঝেমধ্যেই শোনা যায়, ভোট দিয়ে কী হবে ? কোনও পরিবর্তনই আসবে না ৷ তাই দেশের নির্বাচন পদ্ধতির প্রতি যাতে কোনওভাবেই তারা আস্থা না হারান সেই কারণেই ফ্রি-তে খাবারের ব্যবস্থা করেছেন শহরের বিভিন্ন রেস্তোরাঁর ভোটের মালিকরা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2018 11:19 AM IST