ভোট দিন, আর ফ্রি-তে যত ইচ্ছে খান কফি-ধোসা

Last Updated:

উপলক্ষ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ আর তার জন্য রীতিমত ভুরিভোজ চলছে রাজ্য জুড়ে ৷ তাও এক্কেবারে বিনামূল্যে ৷ তবে, মানতে হবে একটা শর্ত ৷

#বেঙ্গালুরু: উপলক্ষ্য কর্ণাটকের বিধানসভা নির্বাচন ৷ আর তার জন্য রীতিমত ভুরিভোজ চলছে রাজ্য জুড়ে ৷ তাও এক্কেবারে বিনামূল্যে ৷ তবে, মানতে হবে একটা শর্ত ৷ ভোট দেওয়ার কালো দাগ আঙুলে থাকতে হবে ৷ তাহলেই কেল্লাফতে ৷ ফ্রি-তে পেটপুরে খান কফি-ধোসা ৷ আর এরপরেও উপরি পাওনা হিসেবে থাকছে ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা ৷
ভোটারদের উৎসাহিত করতে খাবারকেই কি ‘টোপ’ হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি ? এমনই একটা প্রশ্ন ঘোরাফেরা করছেই ৷ কিন্তু তা নয় একেবারেই ৷ শুধুমাত্র সাধারণ মানুষকে তথা জেন ওয়াইকে ভোটের প্রতি উৎসাহিত করতেই এহেন একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন  শহরের রেস্তোরাঁর মালিকরা ৷ ১২ মে যারা ভোট দিতে যাবেন তাদেরকেই একেবারে বিনামূল্যে এই অফার দেওয়া হবে ৷ শুধু হাতের আঙুলে থাকতে হবে কালির দাগ ৷ এছাড়াও সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড ৷ তাহলেই ফ্রি-তে মিলবে ইন্টারনেট পরিষেবা এবং যত খুশি খাবার ৷
advertisement
রাজাজি নগরের রেস্তোরাঁর মালিক রাজাজি আইয়ার বলেন, শুধু ইন্টারনেট কিংবা খাবারই নয় ৷ ফটোকপি করার ক্ষেত্রেও ৭৫ শতাংশ ডিসকাউন্ট মিলবে ৷ নতুন প্রজন্মকে বুথ-মুখী করতেই এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তবে, এতে কোনও রাজনৈতিক দলের ইন্ধন নেই ৷ নিছক জেন ওয়াইকে ভোটের প্রতি উদ্বুদ্ধ করে তুলতেই এমন একটি অভিনব পদক্ষেপ নিয়েছেন আইয়ার ৷
advertisement
advertisement
নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মাঝেমধ্যেই শোনা যায়, ভোট দিয়ে কী হবে ? কোনও পরিবর্তনই আসবে না ৷ তাই দেশের নির্বাচন পদ্ধতির প্রতি যাতে কোনওভাবেই তারা আস্থা না হারান সেই কারণেই ফ্রি-তে খাবারের ব্যবস্থা করেছেন শহরের বিভিন্ন রেস্তোরাঁর ভোটের মালিকরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোট দিন, আর ফ্রি-তে যত ইচ্ছে খান কফি-ধোসা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement