Karnataka Assembly Election Result: 'মোদি ২০ বার এসেছেন, কোনও প্রধানমন্ত্রী এভাবে প্রচার করেননি,' তোপ সিদ্দারামাইয়ার
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Karnataka Assembly Election Result: কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সাংবাদিক সম্মেলন করে কটাক্ষ করলেন বিজেপি শিবিরকে
বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য কংগ্রেসের। এখনও পর্যন্ত পাওয়া খবরে, ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস শিবির। অনেক পিছিয়ে বিজেপি। পদ্ম শিবির এগিয়ে ৬৪টি আসনে। জেডিএস এগিয়ে ২১টি আসনে। ফলে ক্ষমতায় যে কংগ্রেস আসতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। এরই মধ্যে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া সাংবাদিক সম্মেলন করে কটাক্ষ করলেন বিজেপি শিবিরকে।
কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বলেন, আমরাও ১৩০ আসন অতিক্রম করব, এটা কংগ্রেসের বড় জয়। কর্ণাটকের মানুষ পরিবর্তন চেয়েছিল, কারণ তারা বিজেপি সরকারের উপর বিরক্ত। অপারেশন লোটাসে বিজেপি অনেক টাকা খরচ করেছে। রাহুল গান্ধির পদযাত্রা দলের কর্মীদের উৎসাহিত করতেও সাহায্য করেছিল। এই নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি আশা করি সমস্ত অ-বিজেপি দলগুলি একত্রিত হবে এবং দেখবে যে বিজেপি পরাজিত হয়েছে। আমিও আশা করি রাহুল গান্ধি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন।
advertisement
advertisement
সিদ্দারামাইয়া বলেন, “এটি নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডার বিরুদ্ধে ম্যান্ডেট। প্রধানমন্ত্রী ২০ বার কর্ণাটকে এসেছেন। অতীতে কোনও প্রধানমন্ত্রী এভাবে প্রচার করেননি।”
কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা। এমনই দাবি করলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। তাঁর দাবি এই ফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি এবং নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 1:58 PM IST