Kanhaiya Kumar to join Congress: আর লাল ঝান্ডা নয়, এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া! বড় ধাক্কা বামেদের

Last Updated:

গত লোকসভা নির্বাচনের সময় কানহাইয়াকে নিয়ে দেশ জুড়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল (Kanhaiya Kumar in Congress)৷

কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
#দিল্লি: কয়েকদিন ধরেই জল্পনা চলছিল৷ সেই জল্পনাকে সত্যি করে আগামী ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar to join Congress)৷  জেএনইউ-তে ছাত্র রাজনীতি করে উঠে আসা কানহাইয়া সিপিআই-এর  সদস্য ছিলেন৷ কয়েকদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ তার পর থেকেই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷
জেএনইউ-তে (JNU) ছাত্র আন্দোলন করার সময়ই গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন সুবক্তা কানহাইয়া (Kanhaiya Kumar)৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের (Bihar Assembly Elections) বেগুসরাই কেন্দ্র থেকে বিজেপি নেতা গিরিরাজ সিং-এর বিরুদ্ধে সিপিআই-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ যদিও গিরিরাজের কাছে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় কানহাইয়াকে৷ গত লোকসভা নির্বাচনের সময় কানহাইয়াকে নিয়ে দেশ জুড়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল৷ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে কানহাইয়াকে নিয়ে গিয়ে প্রচার চালিয়েছিল বামেরা৷ সিএএ- এনআরসি বিরোধী আন্দোলনের সময়েও যথেষ্ট সরব ছিলেন এই ছাত্রনেতা৷ এবার সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া৷
advertisement
advertisement
বিহারে গত বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল খুবই খারাপ হয়েছিল৷ বলা ভাল, কংগ্রেসের ব্যর্থতাতেই অল্পের জন্য ক্ষমতা দখল করতে পারেনি আরজেডি নেতৃত্বাধীন বিরোধী জোট৷ ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টিতে জয়ী হয় কংগ্রেস৷ সেখানে ১৪৪টি আসনে লড়ে আরজেডি পঞ্চাশ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছিল৷ কানহাইয়ার অন্তর্ভুক্তিতে বিহারে কংগ্রেসের বেহাল অবস্থার কোনও পরিবর্তন হয় কি না সেটাই এখন দেখার৷
advertisement
তুলনামূলক ভাবে বিহারে অল্প আসনে লড়েও বিহার নির্বাচনে ভাল ফল করেছিল বামেরা৷ তাই কানহাইয়ার সিপিআই ত্যাগ বামেদের কাছেও নিঃসন্দেহে বড় ধাক্কা৷ কারণ তরুণ বাম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন কানহাইয়া৷ তাই তাঁর দল বদলে শুধু বিহার নয়, গোটা দেশের বাম কর্মী সমর্থকরাই কিছুটা হলেও মুূষড়ে পড়বেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar to join Congress: আর লাল ঝান্ডা নয়, এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া! বড় ধাক্কা বামেদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement