Kanhaiya Kumar to join Congress: আর লাল ঝান্ডা নয়, এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া! বড় ধাক্কা বামেদের

Last Updated:

গত লোকসভা নির্বাচনের সময় কানহাইয়াকে নিয়ে দেশ জুড়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল (Kanhaiya Kumar in Congress)৷

কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
#দিল্লি: কয়েকদিন ধরেই জল্পনা চলছিল৷ সেই জল্পনাকে সত্যি করে আগামী ২৮ সেপ্টেম্বর কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar to join Congress)৷  জেএনইউ-তে ছাত্র রাজনীতি করে উঠে আসা কানহাইয়া সিপিআই-এর  সদস্য ছিলেন৷ কয়েকদিন আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ তার পর থেকেই তাঁর কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷
জেএনইউ-তে (JNU) ছাত্র আন্দোলন করার সময়ই গোটা দেশের নজর কেড়ে নিয়েছিলেন সুবক্তা কানহাইয়া (Kanhaiya Kumar)৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারের (Bihar Assembly Elections) বেগুসরাই কেন্দ্র থেকে বিজেপি নেতা গিরিরাজ সিং-এর বিরুদ্ধে সিপিআই-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ যদিও গিরিরাজের কাছে শেষ পর্যন্ত পরাজিত হতে হয় কানহাইয়াকে৷ গত লোকসভা নির্বাচনের সময় কানহাইয়াকে নিয়ে দেশ জুড়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল৷ পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে কানহাইয়াকে নিয়ে গিয়ে প্রচার চালিয়েছিল বামেরা৷ সিএএ- এনআরসি বিরোধী আন্দোলনের সময়েও যথেষ্ট সরব ছিলেন এই ছাত্রনেতা৷ এবার সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া৷
advertisement
advertisement
বিহারে গত বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল খুবই খারাপ হয়েছিল৷ বলা ভাল, কংগ্রেসের ব্যর্থতাতেই অল্পের জন্য ক্ষমতা দখল করতে পারেনি আরজেডি নেতৃত্বাধীন বিরোধী জোট৷ ৭০টি আসনে লড়ে মাত্র ১৯টিতে জয়ী হয় কংগ্রেস৷ সেখানে ১৪৪টি আসনে লড়ে আরজেডি পঞ্চাশ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছিল৷ কানহাইয়ার অন্তর্ভুক্তিতে বিহারে কংগ্রেসের বেহাল অবস্থার কোনও পরিবর্তন হয় কি না সেটাই এখন দেখার৷
advertisement
তুলনামূলক ভাবে বিহারে অল্প আসনে লড়েও বিহার নির্বাচনে ভাল ফল করেছিল বামেরা৷ তাই কানহাইয়ার সিপিআই ত্যাগ বামেদের কাছেও নিঃসন্দেহে বড় ধাক্কা৷ কারণ তরুণ বাম কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন কানহাইয়া৷ তাই তাঁর দল বদলে শুধু বিহার নয়, গোটা দেশের বাম কর্মী সমর্থকরাই কিছুটা হলেও মুূষড়ে পড়বেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar to join Congress: আর লাল ঝান্ডা নয়, এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া! বড় ধাক্কা বামেদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement