কানহাইয়াকে পিটিয়ে ‘বীর’-এর সম্মান পেলেন আইনজীবী বিক্রম চৌহান
Last Updated:
পুলিশের খাতায় তিনি পলাতক ৷ কিন্তু পাতিয়াল কোর্ট চত্বরে তিনি ‘বীর’ ! আইনজীবী বিক্রম চৌহান ৷ সম্প্রতি দিল্লির পাতিয়ালা কোর্ট চত্বরে ‘বীর’ নামেই পরিচিত তিনি ৷
#নয়াদিল্লি: পুলিশের খাতায় তিনি পলাতক ৷ কিন্তু পাতিয়াল কোর্ট চত্বরে তিনি ‘বীর’ ! আইনজীবী বিক্রম সিং চৌহান ৷ সম্প্রতি দিল্লির পাতিয়ালা কোর্ট চত্বরে ‘বীর’ নামেই পরিচিত তিনি ৷ মঙ্গলবার জেএনইউ ছাত্রনেতা কানহাইয়া কুমারকে আদালত চত্বরে মারধর করে সহকর্মীদের কাছ থেকে ‘বীর’ সম্মান পেয়েছেন তিনি ৷ তবে শুধু সম্মান নয়, একেবারে সেলিব্রেশন ৷ গলায় গাঁদা ফুলের মালা ৷ মিষ্টি মুখ ৷ তবে শুধু কানাহাইয়াকেই নয়, মঙ্গলবার পাতিয়ালা কোর্ট চত্বরে সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্রম ৷ বচসার শুরুটা নাকি তাঁর হাতেই হয় ৷ আইনজীবীর নেপথ্যে, ‘বীর গুণ্ডা’কে নিয়েই তৎপর এখন পাতিয়ালা কোর্ট চত্বর ৷ তবে বিক্রম সিং চৌহান পুরো ব্যাপারটিকেই ভ্রান্ত বলে দাবি করছেন, তাঁর মতে মঙ্গলবার কোনও আইনজীবীই মারধর করেনি কানহাইয়াকে ৷