কানহাইয়ার জামিনের আবেদনের শুনানির দিন পিছোল
Last Updated:
বুধবারও জামিন পেলেন জেএনইউ ছাত্র ইউনিয়নের নেতা কানহাইয়া কুমার ৷ দিল্লি হাইকোর্ট এদিন তাঁর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল ৷ পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২৯ ফেব্রুয়ারি ৷ এদিকে মঙ্গলবার গভীর রাতে নাটকীয়ভাবে আত্মসমর্পণ করলেন জেএনইউ-র দুই পড়ুয়া উমর খালেদ এবং অনির্বাণ ভট্টাচার্য ৷
#নয়াদিল্লি: বুধবারও জামিন পেলেন জেএনইউ ছাত্র ইউনিয়নের নেতা কানহাইয়া কুমার ৷ দিল্লি হাইকোর্ট এদিন তাঁর জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল ৷ পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২৯ ফেব্রুয়ারি ৷ এদিকে মঙ্গলবার গভীর রাতে নাটকীয়ভাবে আত্মসমর্পণ করলেন জেএনইউ-র দুই পড়ুয়া উমর খালেদ এবং অনির্বাণ ভট্টাচার্য ৷ দিল্লির বসন্তবিহার থানায় আত্মসমর্পন করেন তাঁরা ৷ দু’জনকেই জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ ৷
জেরায় আফজল গুরুর পক্ষে স্লোগানের কথা স্বীকার করেছেন উমর খালিদ। এমনটাই দাবি দিল্লি পুলিশের । উমর ও অনির্বাণকে টানা পাঁচ ঘণ্টা জেরা করে দিল্লি পুলিশের আধিকারিকরা। বুধবারও সারাদিন দফায় দফায় চলবে জেরা। দু’জনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সাউথ ক্যাম্পাস থানায় রাখা হয়েছে দু’জনকে। এর আগে দিল্লি হাইকোর্ট দু'জনের আবেদন খারিজ করে জানিয়েছিল, তাঁদের কোনওরকম রক্ষাকবচ দেওয়া হবে না। আত্মসমর্পণ বা গ্রেফতারির মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হবে। জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান দেওয়া ও দেশদ্রোহী কার্যকলাপে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে উমর ও অনির্বাণের বিরুদ্ধে। তবে আত্মসমর্পণ ইস্যুতে তৈরি হয় নাটক। জানা গিয়েছে, গভীর রাতে ক্যাম্পাসে ঢোকার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে ই-মেল করে দিল্লি পুলিশ। উপাচার্য প্রস্তাব দেন, ক্যাম্পাসের বাইরে দু'জনকে গ্রেফতার করুক পুলিশ। সেই রফার প্রস্তাব দুই পড়ুয়ার কাছে পৌঁছয়। সেই রফায় সম্মত হয়ে বসন্ত কুঞ্জ থানায় আত্মসমর্পণ করেন উমর এবং অনির্বাণ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2016 11:43 AM IST