Kangana Ranaut on Vinesh Phogat: 'মোদি-বিরোধী স্লোগান দিয়েছিলেন', ভিনেশ অলিম্পিক্সে ইতিহাস গড়তেই মুখ খুললেন কঙ্গনা!
- Published by:Debamoy Ghosh
- trending desk
Last Updated:
আসলে কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট।
প্যারিস: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে ঐতিহাসিক জয় পেয়েছেন ভিনেশ ফোগট। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কিউবার ইয়ুসনেলিস গুজম্যান লোপেজকে ৫-০ ব্যবধানে হারিয়ে দুর্ধর্ষ জয় পেয়েছেন ভিনেশ ফোগট। আর এর ফলে তিনিই হয়ে উঠেছেন প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর, যিনি অলিম্পিক্স কুস্তির ফাইনালে পৌঁছতে পেরেছেন।
ভিনেশ ফোগটের এই কৃতিত্বের প্রশংসা করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, ‘ভারতের প্রথম স্বর্ণ পদকের জন্য অধীর অপেক্ষায়…’ এক সময় ভিনেশ ফোগট প্রতিবাদ আন্দোলনে অংশ নিয়েছিলেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও স্লোগান দিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে দেশের প্রতিনিধিত্ব করার এবং সেরা প্রশিক্ষণ, কোচ এবং সুযোগসুবিধা পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আর মহান নেতার প্রতীক।”
advertisement
আরও পড়ুন: শক্ত হাতে রাশ ধরতে পারবেন বাংলাদেশের? নোবেলজয়ী ইউনুসের সামনে কঠিন চ্যালেঞ্জ
advertisement
ফাইনাল পর্যন্ত ভিনেশ ফোগটের সফরটা অসাধারণের তুলনায় কিছু কম নয়। ১৬ নম্বর রাউন্ডে বিশ্বসেরা এবং গতবারের চ্যাম্পিয়ন জাপানের ইয়ুয়ি সুসাকিকে হারিয়ে জয়ের পথ প্রশস্ত করেছিলেন ভারতীয় এই তারকা কুস্তিগীর। প্রসঙ্গত টোকিও ২০২০ অলিম্পিকসের সময় থেকেই একবারের জন্যও হারানো যায়নি এই সুসাকিকে। তবে ঐতিহাসিক ভাবে তাঁকে হারিয়ে এগিয়ে গিয়েছেন ভিনেশ ফোগট। এরপর তিনি কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছেন ইউক্রেনের ওকসানা লিভাচের। কম ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ের পথে এগিয়েছেন ভিনেশ।
advertisement
তাঁকে কেন্দ্র করে তৈরি সাম্প্রতিক বিতর্ক সত্ত্বেও প্যারিস অলিম্পিক্সে ভিনেশ ফোগটের দুর্ধর্ষ পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেছিলেন ভিনেশ ফোগট। এই নিয়ে সেই সময় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে কুস্তির ময়দানে নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি। সুসাকিকে হারিয়ে তিনি তাৎপর্যপূর্ণ ভাবে জয়ী হয়েছেন। কারণ আন্তর্জাতিক ময়দানে ওই জাপানি চ্যাম্পিয়ন প্রথম বারের জন্য পরাজিত হয়েছেন। আর এখান থেকেই ভিনেশ ফোগটের ক্ষমতা এবং কঠোর অধ্যবসায়ের পরিচয় মেলে।
advertisement
এখানেই শেষ নয়, ফোগটের এই জয় ব্যক্তিগত হলেও তা ভারতীয় কুস্তির জন্য মাইলফলকও বটে! তাঁর এই কৃতিত্বে এখন নতুন করে আশায় বুক বাঁধছেন দেশবাসীরা। আপাতত ফাইনালে অবতীর্ণ হবেন তিনি। ফলে তাঁর সোনা জয় দেখার জন্যই মুখিয়ে রয়েছে গোটা দেশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 12:01 PM IST