৩ রাজ্যে আজ শপথ, শক্তি দেখাতে তৈরি রাহুল

Last Updated:

বস্তুত, মুখ্যমন্ত্রী বাছাই পর্বে যে হারে আলোচনা করতে হয়েছে সভাপতি রাহুল গান্ধিকে, তাতে কংগ্রেসের অন্দরে তাবড় নেতাদের গোষ্ঠী বা লবি-র প্রভাব বেশ স্পষ্ট ভাবেই চোখে পড়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজস্থানের রাস্তায় বিক্ষোভও দেখেছে দেশ৷

#নয়াদিল্লি: লোকসভার মুখে দেশের তিনটি বড় রাজ্যে ভোটে জয়৷ স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে৷ কংগ্রেসের এহেন 'আচ্ছে দিন'-এর আবহে আজ অর্থাত্‍‌ সোমবার তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিন কংগ্রেস নেতা৷ মধ্যপ্রদেশে কমলনাথ, রাজস্থানে অশোক গেহলত ও ছত্তীসগড়ে ভূপেশ বাঘেল৷ একের পর এক বৈঠকের পর তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাই করেছে কংগ্রেস হাইকম্যান্ড৷
বস্তুত, মুখ্যমন্ত্রী বাছাই পর্বে যে হারে আলোচনা করতে হয়েছে সভাপতি রাহুল গান্ধিকে, তাতে কংগ্রেসের অন্দরে তাবড় নেতাদের গোষ্ঠী বা লবি-র প্রভাব বেশ স্পষ্ট ভাবেই চোখে পড়েছে৷ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে রাজস্থানের রাস্তায় বিক্ষোভও দেখেছে দেশ৷ এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকম্যান্ডের কাছে বড় চ্যালেঞ্জ, সকলের মন জুগিয়ে চলার চেষ্টা৷ লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভালো ফল করতে হলেও লবি-র বাড়বাড়ন্তে রাশ টানতেই হবে রাহুলকে৷
advertisement
রাজস্থানে অশোক গেহলত
advertisement
১৫ ডিসেম্বর একাধিক বৈঠকের পর রাজস্থানে অশোক গেহলতকেই মুখ্যমন্ত্রী পদে বাছা হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট৷ সকাল ১০টায় অ্যালবার্ট হলে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন গেহলত৷ ১৯৯ আসনের রাজস্থান বিধানসভায় ৯৯টি আসনে জিতেছে কংগ্রেস৷
মধ্যপ্রদেশে কমলনাথ
মধ্যপ্রদেশে দীর্ঘ ১৫ বছর পর শিবরাজ সিং চৌহানের সরকারকে সরাতে পারলেও, সরকার গড়তে বেশ বেগ পেতে হয়েছে কংগ্রেসকে৷ সারা রাত ধরে চলেছে ভোট গণনা৷ অবশেষে মায়াবতীর বিএসপি-র সমর্থনে বৃহত্তম দল হিসেবে মধ্যপ্রদেশে সরকার গড়ছে রাহুলের দল৷ দুপুর ১টা ৩০ মিনিটে জাম্বোরি ময়দানে শপথ গ্রহণ করবেন কমলনাথ৷
advertisement
ছত্তীসগড়ে বাঘেল
ছত্তীসগড়েও কংগ্রেস ফিরল বছর ১৫ পর৷ কংগ্রেসের ৪ প্রবীণ নেতা এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলেন৷ দীর্ঘ বৈঠকের পর মুখ্যমন্ত্রী বাছা হয় ভূপেশ বাঘেলকে৷ ৫৭ বছরের বাঘেল শপথ নেবেন বিকেল ৫টায়৷ অনুষ্ঠানে রাহুল গান্ধির সঙ্গেই উপস্থিত থাকবেন চন্দ্রবাবু নাইডু, প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে প্রমুখ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৩ রাজ্যে আজ শপথ, শক্তি দেখাতে তৈরি রাহুল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement