হোম /খবর /দেশ /
রাতের কাঁকিনাড়ায় বোমাবাজি, উত্তপ্ত এলাকা, শুরু পুলিশি তল্লাশি

রাতের কাঁকিনাড়ায় বোমাবাজি, উত্তপ্ত এলাকা, শুরু পুলিশি তল্লাশি

Photo: News 18 Bangla

Photo: News 18 Bangla

  • Last Updated :
  • Share this:

    #কাঁকানাড়া: ফের বোমাবাজি কাঁকিনাড়ায়৷ নতুন করে আতঙ্ক ভাটপাড়া,কাঁকিনাড়ায়৷ রবিবার রাতে মানিকপীর এলাকায় বোমাবাজি চলে৷ ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ৷ সঙ্গে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মাও৷ পরিস্থিতি ঘুরে দেখেন তিনি৷ রাতভর এলাকায় জোরদার তল্লাশি চালায় পুলিশ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

    আরও পড়ুন গোঘাটের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে কাটমানির অভিযোগ, বাড়ির সামনে বিক্ষোভ

    নির্বাচনের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া৷ বোমা-গুলির লড়াই চলেছে অনবরত৷ এলাকায় শান্তি ফেরাতে বৈঠকে বসে পুলিশ প্রসাশন৷ উপস্থিত ছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ কিছুদিন শান্ত থাকলেও, ফরে রবিবার রাতে চলে বোমাবাজি৷

    First published:

    Tags: Kakinara, কাঁকিনাড়া