ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন ক্যাফিয়াত এক্সপ্রেস

Last Updated:

ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন ক্যাফিয়াত এক্সপ্রেস

#কানপুর: উত্তরপ্রদেশে আবারও ট্রেন দুর্ঘটনা ৷ এবার বালি ভর্তি ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন দিল্লিগামী ক্যাফিয়াত এক্সপ্রেস ৷ লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন সহ ১৪টি কামরা ৷ আহত কমপক্ষে ৭৪ জন যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আওরিয়ায়।
বুধবার ভোর রাতে পাতা ও আচলদা স্টেশনের মাঝে চোদ্দ নম্বর রেল গেটের কাছে হঠাৎই একটি বালিভর্তি ডাম্পার সামনে এসে পড়ে ৷ সংঘর্ষের ফলে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন ও ১৪টি কামরা ৷ অন্যদিকে দুমড়ে মুচড়ে যায় ডাম্পারটি ৷ দুর্ঘটনায় গুরুতর জখম যাত্রীদের এটাওয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অনিল সাক্সেনা জানিয়েছেন, ওই ডাম্পারের সঙ্গে রেলের কাজের কোনও যোগ নেই ৷ এলাকায় রাতে নদী থেকে বালি চুরি করা হয় ৷ বালি ভরতি ডাম্পারটি রেল লাইনের উপর উঠে পড়ে ৷ ব্রেক কষলে রেল লাইনে উলটে যায় ডাম্পারটি ৷ এরপরেই ক্যাফিয়ত এক্সপ্রেস এসে ধাক্কা মারে ডাম্পারে ৷ দুর্ঘটনার পরেই পলাতক ডাম্পারচালক ৷ খোঁজ মিলছে না ডাম্পারটির মালিকেরও ৷
advertisement
advertisement
ক্যাফিয়াত এক্সপ্রেস দুর্ঘটনার জন্য কানপুর-টুণ্ডলাগামী সব লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং ৭টি ট্রেনের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে ৷
advertisement
গত সপ্তাহে রেলের গাফিলতিতে উত্তরপ্রদেশে মুজফ্ফরপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ২৩ জনের ৷ আহত ৬০-এর বেশি ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন ক্যাফিয়াত এক্সপ্রেস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement