corona virus btn
corona virus btn
Loading

প্রকাশ্যে কবাডি খেলোয়াড়কে খুন, ধরা পড়ল CCTV ফুটেজে

প্রকাশ্যে কবাডি খেলোয়াড়কে খুন, ধরা পড়ল CCTV ফুটেজে

প্রকাশ্যে জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়কে খুন করল এক দল দুষ্কৃতি ৷ দিন দুপুরে রাস্তার উপরে গুলি করে খুন করা হয় সুখবিন্দর নারওহাল ৷ মঙ্গলবার প্র্যাকটিস শেষে হেঁটেই বাড়ি ফিরছিলেন সুখবিন্দর ৷ সেই সময় তাঁর বাড়ির সামনে স্কুটারে করে দু’জন ব্যক্তি আসে ৷ স্কুটার থেকে নেমে সুখবিন্দরকে লক্ষ্য করে গুলি চালায় ৷ একবার নয়, বারবার তাঁর মাথাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখবিন্দরের ৷ এরপর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা ৷ তবে পুরো বিষয়টি সামনের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷ পুলিশ সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখছে ৷ তবে এখনও পর্যন্ত দুষ্কৃতিদের পরিচয় জানা যায়নি ৷

  • Share this:

#রোহতক: প্রকাশ্যে জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়কে খুন করল এক দল দুষ্কৃতি ৷ দিন দুপুরে রাস্তার উপরে গুলি করে খুন করা হয় সুখবিন্দর নারওহাল ৷ মঙ্গলবার প্র্যাকটিস শেষে হেঁটেই বাড়ি ফিরছিলেন সুখবিন্দর ৷ সেই সময় তাঁর বাড়ির সামনে স্কুটারে করে দু’জন ব্যক্তি আসে ৷ স্কুটার থেকে নেমে সুখবিন্দরকে লক্ষ্য করে গুলি চালায় ৷ একবার নয়, বারবার তাঁর মাথাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতিরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখবিন্দরের ৷ এরপর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা ৷ তবে পুরো বিষয়টি সামনের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷ পুলিশ সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখছে ৷ তবে এখনও পর্যন্ত দুষ্কৃতিদের পরিচয় জানা যায়নি ৷

উল্লেখ্য, ঠিক তিন মাস আগে এই একই ভাবে দীপক কুমার নামে আরও এক কবাডি খেলোয়াড়কে খুন করা হয় ৷ রোহতকের একটি জনবিহীন এলাকায় গুলি করে খুন করা হয় দীপককে ৷

First published: March 16, 2016, 4:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर