গভীর রাতে হঠাত্‍‌ জ্যোতিরাদিত্য-শিবরাজ বৈঠক, রাজনীতিতে জল্পনা তুঙ্গে

Last Updated:
#ভোপাল: মাস খানেক আগেই বিধানসভা নির্বাচন মিটেছে মধ্যপ্রদেশে৷ ক্ষমতায় ফিরেছে কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী কমলনাথ৷ এ হেন পরিস্থিতিতে হঠাত্‍‌ সোমবার গভীর রাতে রাজনীতিতে একটি তাত্‍পর্যপূর্ণ ঘটনা ঘটে গেল৷ ভোপালে গভীর রাতে রূদ্ধদ্বার বৈঠক করলেন কংগ্রেস সাংসদ ও নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান৷ রাতের এই ঘটনাটিতে শোরগোল পড়ে গিয়েছে মধ্যপ্রদেশের রাজনীতিতে৷
গোটা বৈঠকটি হয়েছে শিবরাজ সিং চৌহানের বাড়িতে৷ এবং বৈঠক শেষে তাঁরা দু জনেই প্রেসের মুখোমুখি হন এবং দাবি করেন, 'সৌজন্য ভেট' বা সৌজন্য সাক্ষাত৷ কিন্তু রাজনৈতিক মহলে অন্য জল্পনা তুঙ্গে৷ সামনেই লোকসভা ভোট৷ তার আগে এই সেদিনের রাজনৈতিক শত্র‌ুদের মধ্যে হঠাত্‍‌ গভীর রাতে সৌজন্য সাক্ষাত্‍‌ অন্য সমীকরণের ইঙ্গিত দিচ্ছে৷
সাধারণত রাজ্য রাজনীতিতে খুব একটা নাক গলান না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ জাতীয় রাজনীতি নিয়েই থাকেন৷ এক আত্মীয়ের মৃত্যুর কারণে ভোপাল এসেছিলেন তিনি৷ আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় হঠাত্‍‌ কনভয় ঘুরিয়ে নিয়ে চলে যান বিজেপি-র প্রবীণ নেতা শিবরাজ সিং চৌহানের বাড়িতে৷ তারপর দীর্ঘ ৪০ মিনিট ধরে তাঁরা বৈঠক করেন৷ বৈঠক শেষে সিন্ধিয়ার কথায়, 'রাত গেয়ি, বাত গেয়ি৷' তারপর শায়েরি শুনিয়ে দেন, 'কই গিলা নেহি, কই সিখওয়া নেহি৷' জ্যোতিরাদিত্যকে গাড়ি পর্যন্ত ছেড়ে আসেন শিবরাজ৷
advertisement
advertisement
এই বৈঠকের পরই বিজেপি-র বক্তব্য, কংগ্রেসে কমলনাথের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাইড-লাইনে৷ তাই বিজেপি-র দাবি, সিন্ধিয়ার মতো অনেক কংগ্রেস নেতাই বিজপি-র কাছাকাছি আসার চেষ্টা করছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গভীর রাতে হঠাত্‍‌ জ্যোতিরাদিত্য-শিবরাজ বৈঠক, রাজনীতিতে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement