Coronavirus| জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার COVID-19 পজিটিভ! আক্রান্ত তাঁর মা-ও

Last Updated:

হাসপাতালে ডাক্তারদের দুজনেই জানান, তাঁদের গলা ব্যথা করছিল ও জ্বর আসছিল বারবার৷ করোনা ভাইরাসেরই উপসর্গ এইগুলি৷ এরপরেই তাঁদের ভর্তি করা হয়৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার রিপোর্টে দেখা গিয়েছে, দু জনেরই COVID-19 পজিটিভ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস আক্রান্ত হলেন বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে তাঁর মা মাধবী রাজে সিন্ধিয়ার শরীরেও৷ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার জ্যোতিরাদিত্য ও তাঁর মাকে দিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয়৷
হাসপাতালে ডাক্তারদের দুজনেই জানান, তাঁদের গলা ব্যথা করছিল ও জ্বর আসছিল বারবার৷ করোনা ভাইরাসেরই উপসর্গ এইগুলি৷ এরপরেই তাঁদের ভর্তি করা হয়৷ আজ অর্থাত্‍ মঙ্গলবার রিপোর্টে দেখা গিয়েছে, দু জনেরই COVID-19 পজিটিভ৷
advertisement
২৩ জুন রাজ্যসভা নির্বাচন৷ মধ্যপ্রদেশে রাজ্যসভা সিটে কংগ্রেস থেকে সদ্য দলে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে প্রার্থী করেছে বিজেপি৷ আগের দিনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জ্বর ও গলা ব্যথা নিয়ে সেল্ফ-আইসোলেশনে যান৷ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রও কয়েক দিন আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus| জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার COVID-19 পজিটিভ! আক্রান্ত তাঁর মা-ও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement