'লোভনীয়' পোস্ট-রিটায়ারমেন্ট সরকারি অফার প্রত্যাখ্যান বিচারপতির

Last Updated:

সূত্রের খবর, বিচারপতি সিকরিকে লন্ডনে কমনওয়েল্থ সেক্রেটারিয়েট আরবিট্রাল ট্রাইবুনাল (CSAT)-এ প্রেসিডেন্ট পদের অফার দিয়েছিল কেন্দ্র৷ তা নিয়ে বিস্তর সমালোচনার ঝড়ও উঠেছে বিরোধী মহলে৷ বিচারপতি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷

#নয়াদিল্লি: সিবিআই প্রধান অলোক ভার্মাকে পদ থেকে সরানোর বিশেষ কমিটিতে যে ভোট হয়েছিল, তাতে অলোক ভার্মার বিরুদ্ধেই ভোট দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি৷ এ হেন বিচারপতি সিকরি কেন্দ্রের দেওয়া অবসর-পরবর্তী লোভনীয় অফার খারিজ করে দিলেন৷ আগামী ৬ মার্চ অবসর নেবেন বিচারপতি সিকরি৷ সরকারকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অবসরের পর তিনি কেন্দ্রের কোনও বড় পদে চাকরি আর করবেন না৷
আরও পড়ুন: EXCLUSIVE: প্রাক্তন সিবিআই কর্তা অলোক ভার্মার অপসারণে মোদিকে একহাত রাহুলের
সূত্রের খবর, বিচারপতি সিকরিকে লন্ডনে কমনওয়েল্থ সেক্রেটারিয়েট আরবিট্রাল ট্রাইবুনাল (CSAT)-এ প্রেসিডেন্ট পদের অফার দিয়েছিল কেন্দ্র৷ তা নিয়ে বিস্তর সমালোচনার ঝড়ও উঠেছে বিরোধী মহলে৷ বিচারপতি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷ একই সঙ্গে সিবিআই প্রধানকে অপসারণের সঙ্গে এই প্রস্তাবের কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাঁর৷ তিনি জানিয়েছেন, সরকার তাঁকে এই প্রস্তাব দিয়েছিল ২০১৮-র ডিসেম্বরে৷ অলোক ভার্মাকে অপসারম করা হয়েছে ২০১৯ সালের জানুয়ারিতে৷
advertisement
রবিবারই কেন্দ্রীয় আইনমন্ত্রককে বিচারপতি সিকরি জানিয়ে দিয়েছেন, তাঁকে দেওয়া অফার তুলে নেওয়া হোক৷ অবসরের পর তিনি আর কোনও রেগুলার অ্যাসাইনমেন্ট করতে চান না৷ বিচারপতি সিকরির ঘনিষ্ঠ এক ব্যক্তি News18-কে জানিয়েছেন, বিচারপতি বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন৷ তাই তিনি ওই অফার নাকচ করেছেন৷
advertisement
গত বৃহস্পতিবার ৩ সদস্যের হাইপাওয়ারড প্যানেল সিবিআই প্রধান অলোক ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেয়৷ ওই প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খারগে৷ মল্লিকার্জুন ছাড়া বাকি দুই সদস্যই অলোক ভার্মার অপসারণের পক্ষে ভোট দেয়৷
advertisement
আরও দেখুন: সিবিআই চিফ থেকে সোজা দমকলের ডিজি, অলোক ভার্মার পদত্যাগ 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'লোভনীয়' পোস্ট-রিটায়ারমেন্ট সরকারি অফার প্রত্যাখ্যান বিচারপতির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement