• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • এইমসেই উন্নাওয়ের নির্যাতিতার বয়ান রেকর্ড, আনা হল অভিযুক্ত কুলদীপ সিঙ্গারকেও

এইমসেই উন্নাওয়ের নির্যাতিতার বয়ান রেকর্ড, আনা হল অভিযুক্ত কুলদীপ সিঙ্গারকেও

উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নির্যাতিতা। গত ২৮ শে জুলাই একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নির্যাতিতা। গত ২৮ শে জুলাই একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নির্যাতিতা। গত ২৮ শে জুলাই একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

 • Share this:

  #নয়াদিল্লি: বুধবার দিল্লির এইমসে উন্নাওয়ের নির্যাতিতার বয়ান রেকর্ড। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে এইমসে ভর্তি ছিল নির্যাতিতা। তাঁর শরীরের অবস্থার কথা ভেবে হাসপাতালেই শুনানির ভাবনা।

  উন্নাওয়ের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন নির্যাতিতা। গত ২৮ শে জুলাই একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। মৃত্যু হয় তাঁর পরিবারের দুই সদস্যের। এই দুর্ঘটনার পিছনেও সেঙ্গারের হাত রয়েছে বলে অভিযোগ নির্যাতিতার।

  গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট হাসপাতালেই উন্নাও ধর্ষণ মামলার কাজ চালানোর নির্দেশ দেয় বিশেষ আদালতকে। গাড়ি দুর্ঘটনার তদন্তও চলছে।

  First published: