রাজধানীতে মাঝরাতের বিভীষিকা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পরপর চলল গুলি

Last Updated:

গুরুতর আহত অবস্থায় মিতালিকে ভর্তি করা হয় ধরমশালা হাসপাতালে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিপন্ম‌ুক্ত মিতালি ৷

#নয়াদিল্লি: ফের সাংবাদিক হত্যার চেষ্টা ৷ এবার খোদ রাজধানীর বুকে ৷ শনিবার মাঝরাতের ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির বসুন্ধরা এসক্লেভের সামনে ৷ সূত্রের খবর, সেই সময় নয়ডার বাসিন্দা মিতালি চান্দোলা নামের ওই মহিলা সাংবাদিক নিজের হুন্ডাই আই২০ চালিয়ে বাড়ি ফিরছিলেন ৷ হঠাৎই সামনে এসে মিলালির গাড়ির পথরোধ করে একটি মারুতি সুইফ্ট ডিজায়ার ৷ মিতালিকে লক্ষ্য করে পরপর দু’টি গুলি ছোঁড়ে মুকুশধারী দুষ্কৃতিরা ৷ গুলি এসে লাগে মিতালির হাতে ৷ পচা ডিমও ছুঁড়ে মারে অজ্ঞাত পরিচয় ওই অপরাধীরা ৷
গুরুতর আহত অবস্থায় মিতালিকে ভর্তি করা হয় ধরমশালা হাসপাতালে ৷ তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত বিপন্ম‌ুক্ত মিতালি ৷
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মিতালি স্বীকার করেছেন, পারিবারিক অশান্তিতে জর্জরিত ছিলেন তিনি ৷ তাহলে কী এই হামলা পারিবারিক অশান্তির কারণেই? উত্তর জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, দুষ্কৃতিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে ৷
advertisement
advertisement
এভাবেই ২০০৮-এ রাত সাড়ে তিনটে নাগাদ দুষ্কৃতী হামলায় নিহত হয়েছিলেন ২৬ বছরের সাংবদিক সৌম্য বিশ্বনাথন । মিতালির মতোই তিনিও দিল্লি দক্ষিণের বসন্তকুঞ্জ দিয়ে সেসময় গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানীতে মাঝরাতের বিভীষিকা! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পরপর চলল গুলি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement