অ্যাসবেসটস নেই, ক্লিনচিট পেল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার

Last Updated:

ইতিমধ্যেই ভারতের বাড্ডি ও মুলুন্দের কারখানায় পাউডার উৎপাদন শুরু করে দিয়েছে তারা৷

#নয়াদিল্লি: বেবি পাউডারে অ্যাসবেসটস পাওয়া যায়নি৷ ভারত সরকারের ক্লিনচিট মেলার পরই ফের পাউডার তৈরি শুরু করবে জনসন অ্যান্ড জনসন৷ সংস্থার পক্ষ থেকে জানানো হল বৃহস্পতিবার৷
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের বাড্ডি ও মুলুন্দের কারখানায় পাউডার উৎপাদন শুরু করে দিয়েছে তারা৷
গত ডিসেম্বর মাসে রয়টার্সের রিপোর্টের ভিত্তিতেই জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে অ্যাসবেসটস থাকার অভিযোগে তদন্ত শুরু হয়৷ সংস্থার পক্ষ থেকে রয়টার্সের দাবি একচোখা, ভুল ও অতিরঞ্জিত বলে দাবি করা হয়৷
advertisement
ডিসেম্বর মাসেই জনসন অ্যান্ড জনসনকে তদন্ত চলাকালীন বেশি মাত্রায় বেবি পাউডার উৎপাদন না করার নির্দেশ দেয় নিয়ামক সংস্থা৷ এই সময়ের মধ্যেই সিঙ্গাপুর, তাইল্যান্ড, সৌদি আরব, জর্ডন, কুয়েত ও মিশরেও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জনসন অ্যান্ড জনসন৷
বাংলা খবর/ খবর/দেশ/
অ্যাসবেসটস নেই, ক্লিনচিট পেল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement