‘হাল্লাবোল হাল্লাবোল ! হাম ছিন কে লেঙ্গে আজাদি...’এই স্লোগানেই তেড়ে এল ওরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দিল্লি পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যুগ্ম কমিশনার পদ মর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন অমিত শাহ ৷
#নয়াদিল্লি: ছাত্র সংঘর্ষে উত্তাল জেএনইউ। গার্লস হস্টেলে ঢুকে মুখ ঢাকা দৃষ্কৃতীদের তাণ্ডব। মাথা ফাটল ছাত্র সংদের সভানেত্রী ঐশী ঘোষের। আক্রান্ত অধ্যাপক সুচরিতা সেনও। হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। যা তারা মানতে নারাজ। তাদের পাল্টা অভিযোগ বাম ছাত্রসংগঠনের দিকে। ‘হাল্লাবোল হাল্লাবোল’। ‘হাম ছিন কে লেঙ্গে আজাদি’। কয়েকশো কণ্ঠের তুমুল গর্জনের স্লোগানের জবাবে উল্টো দিক থেকে এভাবেই রবিবার উড়ে এল মুষ্টিমেয় কয়েক জনের গলায় ‘দেশ কে গদ্দার কো, গোলি মারো শালে কো...’ স্লোগান।
ছাত্র সংঘর্ষে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। ফি বৃদ্ধির প্রতিবাদে, গত প্রায় ২ মাস ধরে আন্দোলনে জেএনইউয়ের পড়ুয়ারা। রবিবার সেই আন্দোলনকারীদের উপরই হামলার অভিযোগ। ক্যাম্পাসের মধ্যে তিনটি গার্লস হস্টেলে ঢুকে হামলার অভিযোগ ভর সন্ধেয়, মুখ ঢেকে এক দল দুষ্কৃতীদের তাণ্ডব...অভিযোগ, প্রথমে পাথড় ছুড়ে, তারপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। মাথা ফােট জেএনইউয়ের ছাত্র সংদের সভানেত্রী ঐশী ঘোষের...গুরুতর আহত অবস্থায় ঐশীকে ভর্তি করা হয় এইমসে। আক্রান্ত হন অধ্যাপক সুচরিতা সেনও। অভিযোগ, হামলার পিছনে রয়েছে এবিভিপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশের নাকের ডগাতেই এই হামলা চালানো হয় বলেও অভিযোগ।
advertisement
হামলার অভিযোগ অস্বীকার করে পালটা সুর চড়ায় এবিভিপিও। নিধি ত্রিপাঠী, সাধারণ সম্পাদক, এবিভিপি পরিস্থিতি সামলাতে শেষমেশ ক্যাম্পাসে পুলিশ ডাকে জেএনইউ কর্তৃপক্ষ। ঘটনার তীব্র নিন্দা করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজল। দিল্লি পুলিশকে নির্দেশ দেন, কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
advertisement
দিল্লি পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যুগ্ম কমিশনার পদ মর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন অমিত শাহ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 7:58 AM IST