‘আমাকে কি ভিডিওতে রড হাতে নিয়ে হামলা চালাতে দেখেছেন?’ পুলিশকে প্রশ্ন JNU হামলায় অভিযুক্ত’ ঐশী ঘোষের

Last Updated:

ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বেই ৪ বাম সংগঠনের পড়ুয়ারা হস্টেলে আন্দোলন চালিয়েছিল, দাবি বিশেষ তদন্তকারী দলের

#নয়াদিল্লি: JNU ক্যাম্পাস, হস্টেলে মুখোশধারীদের তাণ্ডব। পাঁচ দিনের মাথায় চিহ্নিত ন'জন। জেএনইউ-তে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের নেতৃত্বেই ৪ বাম সংগঠনের পড়ুয়ারা হস্টেলে আন্দোলন চালিয়েছিল দাবি বিশেষ তদন্তকারী দলের। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ঐশী ঘোষের দিকেও আঙুল তুলল পুলিশ। ৫ জানুয়ারির ওই হামলার তদন্ত শেষে বিশেষ তদন্তকারী দলের এমন রিপোর্টে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ রিপোর্ট প্রকাশের পর তদন্তকারীদের উদ্দেশে ঐশীর প্রশ্ন, তাঁকে কিসের ভিত্তিতে হামলাকারী বলে দাবি করা হয়েছে ৷
সাংবাদিক সম্মেলনে নিজের স্বপক্ষে জেএনইউ-তে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ বলেন, ‘দিল্লি পুলিশ পক্ষপাতিত্বের ভিত্তিতে কাজ করছে ৷ অভিযুক্তের তালিকায় আমার নাম কী কারণে? কোন ভিডিওতে আমাকে কি রড হাতে হামলা করতে দেখা গিয়েছে ৷’ ৫ জানুয়ারির ঘটনায় মারাত্মকভাবে আহত হন ঐশী সহ আরও ৩৪ জন পড়ুয়া ৷ জেএনইউ-তে ছাত্র সংসদের সভানেত্রীর মাথায় পড়ে ১৬টি সেলাই, প্লাস্টার পড়ে বাঁ হাতে ৷
advertisement
এদিন সাংবাদিক বৈঠক করে দিল্লি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান জয় তিরকে জানিয়েছেন, ওই দিন একাধিক হামলা হয়েছিল। মুখোশধারীরা যেমন হামলা চালিয়েছিল সন্ধ্যায়, তার আগে দুপুরেও এক দফা হামলা হয়েছিল। দুপুরের হামলায় ঐশী-সহ বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে বলে দাবি পুলিশের। তদন্তকারীদের দাবি, প্রথমে সার্ভার ভাঙা হয়েছিল। পেরিয়ার হস্টেলে তারপর হামলা হয়। পালটা সবরমতী হস্টেলে হামলা হয়। তবে সন্ধ্যায় হামলার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। তবে ঘটনার অন্যান্য যে সব ভিডিয়ো ফুটেজ পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য সূত্রে, সেগুলি বিশ্লেষণ করে সন্ধ্যায় হামলার ঘটনায় জড়িতদের কয়েক জনকেও চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছেন জয় তিরকে। কিন্তু তাঁদের গ্রেফতার করা হয়নি। এসআইটি-র প্রধান বলেন, যাঁরা চিহ্নিত হয়েছেন, তাঁদের নোটিস দিয়ে ডেকে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে, আর কে কে তাঁদের সঙ্গে ছিলেন।
advertisement
advertisement
৪-৫ জানুয়ারির ঘটনায় যে ৯ জন ‘হামলাকারী’কে চিহ্নিত করে ছবি প্রকাশ করেছে সিট, তারা হলেন, JNU-এর প্রাক্তনী চুনচুন কুমার, JNU-এর ছাত্রী প্রিয়া রঞ্জন,  JNU-এর ছাত্রী সুচেতা তালুকদার, পঙ্কজ মিশ্র, যোগেন্দ্র ভরদ্বাজ, চিহ্নিত ভাস্কর বিজয়, দোলন সামন্ত এবং বিকাশ পটেল ৷ চিহ্নিত নয় হামলাকারীর মধ্যে ২ জন এভিবিপি সদস্য বাদে বাকিরা বামপন্থী ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমাকে কি ভিডিওতে রড হাতে নিয়ে হামলা চালাতে দেখেছেন?’ পুলিশকে প্রশ্ন JNU হামলায় অভিযুক্ত’ ঐশী ঘোষের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement