JNU: পাকিস্তানকে সমর্থন তুরস্কর! ইনোনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্থগিত করল জেএনইউ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
JNU: X হ্যান্ডেলে জেএনইউ-এর তরফে লেখা হয়েছে, "জাতীয় নিরাপত্তা বিবেচনায়, JNU এবং ইনোনু ইউনিভার্সিটি, তুরস্কের মধ্যে MoU পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। JNU দেশের সঙ্গে রয়েছে।"
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এবার দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি (JNU) জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তুরস্কের ইনোনু ইউনিভার্সিটির সঙ্গে তাদের সমঝোতা স্মারক (MoU) স্থগিত করার ঘোষণা করল। এই সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা এবং ভূ-রাজনৈতিক সংবেদনশীলতার উপর সরকারের অবস্থানের প্রতি বিশ্ববিদ্যালয়ের আনুগত্যের অংশ হিসেবে করা হয়েছে।
X হ্যান্ডেলে জেএনইউ-এর তরফে লেখা হয়েছে, “জাতীয় নিরাপত্তা বিবেচনায়, JNU এবং ইনোনু ইউনিভার্সিটি, তুরস্কের মধ্যে MoU পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। JNU দেশের সঙ্গে রয়েছে।”
শক্তিশালী অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং বৈচিত্র্যময় ছাত্রসংখ্যার জন্য বিখ্যাত, দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতায় নিযুক্ত একটি প্রতিষ্ঠান জেএনইউ। এই সহযোগিতাগুলি প্রায়শই গবেষণা, শিক্ষক বিনিময় প্রোগ্রামের মতো বিষয়ে হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন মহাদেশের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে অংশীদারিত্ব বজায় রেখেছে, বৈশ্বিক একাডেমিক সংলাপ প্রচার এবং আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলেছে।
advertisement
advertisement
তবে, JNU-এর এই মউগুলি মাঝে মাঝে জাতীয় নিরাপত্তা বা কূটনৈতিক বিষয়গুলি জড়িত থাকলে পর্যালোচনার অধীনে পড়ে। তবে, বর্তমান পরিস্থিতিতে তুরস্ক যখন পাকিস্তানের সমর্থনে নেমেছিল, তারপরই তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্থগিত ঘোষণা করল জেএনইউ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 7:34 PM IST