টিবি-র ভ্যাকসিনে করোনা আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম? কী জানাল গবেষকরা

Last Updated:

বিসিজি টিকাকরণের কারণে কোভিডে মৃত্যুর হার কম বলে মনে করা হচ্ছে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বজুড়ে ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারের কাজ চলছে ৷ পাশাপাশি এই সংক্রমণ থেকে মৃত্যুর হার কমানোর উপরও জোর দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি দুটি গবেষণায় একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে ৷ টিবি-র জন্য যে BCG (Bacillus Calmette Guerin BCG) ভ্যাকসিন ব্যবহার করা হয় সেটি করোনায় আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম করে ৷ পাশাপাশি করোনা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনাও কমায় ৷ সম্প্রতি এই তথ্য উঠে এসেছে দিল্লির JNU বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় ৷
Proceedings of the National Academy of Science- এ প্রকাশিত আরেকটি স্টাডিজেও দাবি করা হয়েছে যে বিসিজি টিকাকরণের কারণে কোভিডে মৃত্যুর হার কম বলে মনে করা হচ্ছে ৷
জেএনইউ-র সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের চেয়ারপার্সন গোবর্ধন দাস জানিয়েছেন, ‘১০০০ এর বেশি করোনা আক্রান্ত হয়েছে যে সমস্ত দেশে তাদের ডেটা কালেক্ট করে এই তথ্য সামনে এসেছে ৷ শুধু ভারতে নয় অন্য দেশে যাদের বিসিজি টিকাকরণ করা আছে তারা করোনা আক্রান্তের বিষয়ে অন্যদের তুলনায় বেশি সুরক্ষিত ৷ বিসিজি ব্যবহার করায় করোনায় আক্রান্ত এবং সংক্রমণের মাত্রা দুই কম করতে সাহায্য করেছে ৷ বিশ্বজুড়ে প্রায় প্রতি বছর ১ আরব মিলিয়ন বাচ্চাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় ৷
advertisement
advertisement
তবে অন্যদিকে একদল চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই স্টাডিজে উঠে আসা তথ্যের সঙ্গে সহমত নন ৷ এই তথ্যের কোনও সঠিক প্রমাণ নেই ৷
বাংলা খবর/ খবর/দেশ/
টিবি-র ভ্যাকসিনে করোনা আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম? কী জানাল গবেষকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement