দর্শক পুলিশের উপস্থিতিতে কোর্টের বাইরে আক্রান্ত JNU ছাত্র ও শিক্ষক

Last Updated:

ক্ষোভে, উত্তেজনায় ফুটছে দিল্লি ৷ কোর্টের ভিতরের সঙ্গে সঙ্গে কোর্টের বাইরেও গড়াল তার রেশ ৷ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বাইরে JNU-এর ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাংবাদিকদের ওপর ঘটল আক্রমণের ঘটনা ৷ সোমবার সকালে রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে দিল্লির পাটিয়ালা কোর্টে পেশ করা হয় ৷ কানহাইয়ার মুক্তির আবেদনে বাইরে তখন স্লোগান দিচ্ছেন JNU-এর ছাত্রছাত্রী ও শিক্ষকরা ৷ হঠাৎ এক ডজন সশস্ত্র পুলিশের সামনে উকিলের কোর্ট পড়া একদল লোক ঝাঁপিয়ে পড়ে সেই জমায়েতে ৷ নির্বিচারে মারধর চালানো হয় কানহাইয়া কুমারের সমর্থনে আসা ছাত্রছাত্রীদের উপর ৷ বাদ যাননি সাংবাদিকরাও ৷

#নয়াদিল্লি: ক্ষোভে, উত্তেজনায় ফুটছে দিল্লি ৷ কোর্টের ভিতরের সঙ্গে সঙ্গে কোর্টের বাইরেও গড়াল তার রেশ ৷ দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের বাইরে JNU-এর ছাত্রছাত্রী, শিক্ষক এবং সাংবাদিকদের ওপর ঘটল আক্রমণের ঘটনা ৷ সোমবার সকালে রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে দিল্লির পাটিয়ালা কোর্টে পেশ করা হয় ৷ কানহাইয়ার মুক্তির আবেদনে বাইরে তখন স্লোগান দিচ্ছেন JNU-এর ছাত্রছাত্রী ও শিক্ষকরা ৷ হঠাৎ এক ডজন সশস্ত্র পুলিশের সামনে উকিলের কোর্ট পড়া একদল লোক ঝাঁপিয়ে পড়ে সেই জমায়েতে ৷ নির্বিচারে মারধর চালানো হয় কানহাইয়া কুমারের সমর্থনে আসা ছাত্রছাত্রীদের উপর ৷ বাদ যাননি সাংবাদিকরাও ৷
আইনজীবীদের সঙ্গে প্রবল ধস্তাধস্তিতে আহত হয় জমায়েতে উপস্থিত বহু ছাত্রছাত্রী ও শিক্ষকরা ৷ অভিযোগ, প্রচুর সশস্ত্র পুলিশ থাকা সত্ত্বেও তারা কোনও ব্যবস্থা নেননি ৷ শুধু দর্শকের মতো দূর থেকে দাঁড়িয়ে এই গন্ডগোল দেখেছেন ৷ সাংবাদিকদের ক্যামেরা ফুটেজে বিজেপি বিধায়ক ওপি শর্মাকেও এক অজ্ঞাত ব্যক্তিকে মারধর করতে দেখা যায় ৷ পরে এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক ও পি শর্মাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা দেশভক্তির ঠেকা নিয়েছি ৷ যে পাকিস্তান জিন্দাবাদ বলবে তাকে পেটাব ৷ আমরা তাকে শুধু ধরেছিলাম ৷’
advertisement
jnu-row-court-scuffle_650x400_71455528897
advertisement
পাটিয়ালা হাউস কোর্টের বাইরে এই ধস্তাধস্তি-আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ জেএনইউ প্রফেসর আয়েসা কিদওয়াই বলেন, ‘ পাঁচজন মহিলা-সহ আমাদের সাতজন ফ্যাকাল্টি মেম্বার এই ধস্তাধস্তিতে আহত হয়েছেন ৷’ জমায়েতে উপস্থিত মানুষেরা জানান, তাদের ধাক্কা দিতে দিতে কোর্ট চত্বরের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে একদল আইনজীবী ও বিজেপির সদস্যরা ৷ ধস্তাধস্তি, লাথি, মারধর সবই চলে এই সময় ৷ অভিযোগ মারধরের পাশাপাশি সাংবাদিকদের মোবাইলও কেড়ে নেওয়া হয় ৷ ধস্তাধস্তিতে জামাকাপড়ও ছিঁড়ে যায় বহুজনের ৷ জমায়েতে উপস্থিত সাংবাদিকরা জানান, অভিযুক্ত আইনজীবীর দল সবাইকে এসে এসে জিজ্ঞেস করছিল, ‘তুমি কি জেএনইউ থেকে এসেছ?’ তারপর ভিড় থেকে চিহ্নিত করে জেএনইউ থেকে আসা মানুষদের উপর আক্রমণ চালানো শুরু হয় ৷ এই ঝামেলার মাঝখানে বুঝতে না পেরে সাংবাদিকদেরও মারধর করে অভিযুক্তরা ৷
advertisement
jnu-row-court-scuffle_650x400_51455528925
তিন দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে এদিন কোর্টে পেশ করে দিল্লি পুলিশ ৷ শুনানিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত কানহাইয়া কুমারকে আরও দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দর্শক পুলিশের উপস্থিতিতে কোর্টের বাইরে আক্রান্ত JNU ছাত্র ও শিক্ষক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement