JNU ভোটে এ বারও বামেদের জয় জয়কার, যোজন পিছিয়ে বিজেপি-র এবিভিপি

Last Updated:

সহ সভাপতি পদে বাম প্রার্থী সাকেত মুন ৩ হাজার ২৮টি ভোট পেয়ে এগিয়ে৷ এবিভিপি-র শ্রুতি অগ্নিহোত্রী ১ হাজার ১৬৫টি ভোট পেয়েছেন এখনও৷ জেএনইউ-য়ে মোট ১৪ জন প্রার্থী৷

#নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের জয়জয়কার৷ এখনও পর্যন্ত গণনার ট্রেন্ড বলছে, যোজন পিছিয়ে বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি৷ ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদক--সহ পদের নির্বাচনেই প্রায় জয়ের দিকে বামেরা৷ ৫ হাজার ৭৬২টি ব্যালটের মধ্যে এখনও পর্যন্ত ৫ হাজার ৫০টি ব্যালট গোনা শেষে ২০ হাজার ১৬৯টি ভোটে এগিয়ে রয়েছেন বামেদের সভাপতি পদপ্রার্থী ঐশী ঘোষ৷ এবিভিপি-র প্রাপ্ত ভোট ৯৮১৷ দ্বিতীয় স্থানে BAPSA রয়েছে৷
সহ সভাপতি পদে বাম প্রার্থী সাকেত মুন ৩ হাজার ২৮টি ভোট পেয়ে এগিয়ে৷ এবিভিপি-র শ্রুতি অগ্নিহোত্রী ১ হাজার ১৬৫টি ভোট পেয়েছেন এখনও৷ জেএনইউ-য়ে মোট ১৪ জন প্রার্থী৷ এ বারে জেএনইউ-তে ৬৭.৯ শতাংশ ভোট পড়েছে৷ গত ৭ বছরে সবচেয়ে বেশি ভোট৷ গত নির্বাচনেও সব পদেই ছিতেছিল বামেরা৷ এ বারও সেই ট্রেন্ডই বজায় রয়েছে৷ দেশের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠানটিতে এ বারও বড়সড় জয়ের পথে বামেরা৷
advertisement
সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে এবিভিপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় স্থানে রয়েছেন দলিত জোটের প্রার্থী। বেআইনি ভাবে মনোনয়ন খারিজ করা হয়েছে— এই দাবিতে দুই জেএনইউ ছাত্র অংশুমান দুবে ও অমিত দ্বিবেদী দিল্লি হাইকোর্টে মামলা করেন। ১৭ তারিখের পরবর্তী শুনানি পর্যন্ত ফল ঘোষণা স্থগিত করেছে কোর্ট।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
JNU ভোটে এ বারও বামেদের জয় জয়কার, যোজন পিছিয়ে বিজেপি-র এবিভিপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement