খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্য, আবার কি রাজ্যে নাশকতার ছক?

Last Updated:
#বেঙ্গালুরু: খাগড়াগড় বিস্ফোরণের ৫ বছর পর গ্রেফতার জামাত জঙ্গি হবিবুর রহমান। বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করল এনআইএ। খাগরাগড় বিস্ফোরণ ও বুদ্ধগয়া বিস্ফোরণে হবিবুরের যোগ রয়েছে বলে দাবি এনআইয়ের। অন্যদিকে সোমবার হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে নব্য জামাত জঙ্গি সন্দেহে গ্রেফতার ৪।
২০১৩ য় বুদ্ধগয়া বিস্ফোরণ, ২০১৪ সালের খাগরাগড় বিস্ফোরণেও যোগ ছিল এই হবিবুরের। বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা হবিবুর রহমান। শিমূলিয়া মাদ্রাসার দায়িত্ব ছিল তাঁর হাতে। জঙ্গি সংগঠনে সদস্য নিয়োগ, তাঁদের প্রশিক্ষণ, বিস্ফোরক তৈরি সহ সমস্ত কাজই দেখভাল করত হবিবুর।
সম্প্রতি খাগরাগড় কাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করে এনআইএ। ধৃতদের দেওয়া তথ্যের সূত্র ধরেই অবশেষে গ্রেফতার হবিবুর।
advertisement
advertisement
ট্রানজিট রিমান্ডে ধৃত হবিবুরকে কলকাতায় আনছে এনআইএ।
অন্যদিকে সোমবার, নব্য জামাত জঙ্গি সন্দেহে কলকাতায় গ্রেফতার হয় চারজন। সোমবার রাতে শিয়ালদহ থেকে দু'জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সকালে হাওড়া থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। ধৃত মহম্মদ জিয়াউর রহমান, মামুন-উর রশিদ, মহম্মদ সাহিন আলম বাংলাদেশের নাগরিক। এই তিনজনকে আশ্রয় দিয়েছিল বীরভূমের বাসিন্দা রবিউল ইসলাম।
advertisement
ধৃতদের ল্যাপটপ ও মোবাইল থেকে মিলেছে বেশ কিছু পোস্টার, আইএস সংক্রান্ত নথি, বিভিন্ন ছবি ও ভিডিও। পুলিশের দাবি, বাজেয়াপ্ত নথি থেকে জঙ্গি কার্যকলাপের প্রমাণ মিলেছে। জঙ্গি সংগঠনের সদস্য ও টাকা যোগাড়ের জন্য নিযুক্ত ছিল তারা। বীরভূমে রবিউলের বাড়িতে গা ঢাকা দেয় তিন জঙ্গি। রাজমিস্ত্রীর কাজ করত এই রবিউল। ধৃতদের নয় জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খাগড়াগড় বিস্ফোরণে যুক্ত জেএমবি জঙ্গি গ্রেফতারে চাঞ্চল্য, আবার কি রাজ্যে নাশকতার ছক?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement