#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে গোলাগুলি চলার ধারা অব্যাহত ৷ নতুন করে সেনা-জঙ্গি গুলি বিনিময় শুরু হয় সোমবার ভোর রাত থেকে। এর জন্য প্রাণ গেল চার বিএসএফ জওয়ানের ৷ অন্যদিকে সেনাদের পাল্টা গুলিতে মারা গিয়েছে এক জঙ্গিও ৷ সেনা সূত্রে অবশ্য দাবি করা হয়েছে , জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাফল্য মিলেছে। কুপওয়াড়ার লোলাবেতে এদিন এনকাউন্টারে মৃত্যু হয় এক জঙ্গির ৷ হান্ডওয়ারা প্রদেশে এখনও তীব্র গুলির লড়াই চলছে সেনা-জঙ্গিদের মধ্যে। পাশাপাশি এনকাউন্টার চলছে ক্রুসান এলাকাতেও। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।