কুপওয়াড়ায় শহিদ চার জওয়ান, মৃত ১ জঙ্গি
Last Updated:
জম্মু-কাশ্মীরে গোলাগুলি চলার ধারা অব্যাহত ৷ নতুন করে সেনা-জঙ্গি গুলি বিনিময় শুরু হয়েছে সোমবার ভোর রাত থেকে। এর জন্য প্রাণ গেল চার বিএসএফ জওয়ানের ৷ অন্যদিকে সেনাদের পাল্টা গুলিতে মারা গিয়েছে এক জঙ্গিও ৷
#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে গোলাগুলি চলার ধারা অব্যাহত ৷ নতুন করে সেনা-জঙ্গি গুলি বিনিময় শুরু হয় সোমবার ভোর রাত থেকে। এর জন্য প্রাণ গেল চার বিএসএফ জওয়ানের ৷ অন্যদিকে সেনাদের পাল্টা গুলিতে মারা গিয়েছে এক জঙ্গিও ৷ সেনা সূত্রে অবশ্য দাবি করা হয়েছে , জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাফল্য মিলেছে। কুপওয়াড়ার লোলাবেতে এদিন এনকাউন্টারে মৃত্যু হয় এক জঙ্গির ৷ হান্ডওয়ারা প্রদেশে এখনও তীব্র গুলির লড়াই চলছে সেনা-জঙ্গিদের মধ্যে। পাশাপাশি এনকাউন্টার চলছে ক্রুসান এলাকাতেও। নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2015 12:57 PM IST